ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

ব্রাজিলের জালে আর্জেন্টিনার এক হালি গোল

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:১৭, ২৭ মার্চ ২০২৫

ব্রাজিলের জালে আর্জেন্টিনার এক হালি গোল

ব্রাজিলকে ৪-১ গোলে হারানোর পর আর্জেন্টাইন ফুটবলারদের ব্যতিক্রমী উদ্যাপন, বুধবার বুয়েন্স এইরেসে

ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই মানেই বাড়তি উন্মাদনা। গোটা দুনিয়ার ভক্ত-সমর্থকদের মধ্যেই ছড়িয়ে পড়ে অন্যরকম এক উত্তাপ। এ থেকে বাদ যায়নি বাংলাদেশের ফুটবল প্রেমীরাও। এমন উত্তেজনাকর এক ম্যাচেই বাংলাদেশ সময় বুধবার সকালে আর্জেন্টিনার মুখোমুখি হয় ব্রাজিল। তবে বুয়েন্স এইরেসে নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে পাত্তাই দেয়নি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। বরং শুরু থেকেই একপেশে খেলেই লিওনেল স্কালোনির দল ৪-১ গোলে রীতিমতো বিধ্বস্ত করে সেলেসাওদের।
মঙ্গলবার দিবাগত রাতে উরুগুয়ে মুখোমুখি হয় বলিভিয়ার। লাপাজে অনুষ্ঠিত সেই ম্যাচে উরুগুয়েকে রুখে দিয়ে গোলশূন্য ড্র করে বলিভিয়া। আর সেই ড্রয়ের সৌজন্যে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগেই ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে ফেলে লিওনেল স্কালোনির দল। সেইসঙ্গে লাতিন আমেরিকা অঞ্চলের প্রথম দল হিসেবে আমেরিকা-মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপে জায়গা করে নেয় মেসি-আলভারেজরা।

এরপর ব্রাজিলের বিপক্ষেও বড় জয়ের ফলে ১৪ ম্যাচ থেকে ৩১ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই বিশ্বকাপের টিকিট কাটে আলভেসেলেস্তেরা। সমানসংখ্যক ম্যাচ থেকে ২৩ পয়েন্ট নিয়ে ইকুয়েডর টেবিলের দুই নম্বরে অবস্থান করছে। ২১ পয়েন্ট নিয়ে উরুগুয়ের অবস্থান তিনে। ১৪ ম্যাচ থেকে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে ব্রাজিল। 
ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথের ইতিহাস বেশ পুরনো। লাতিন আমেরিকার দুই জায়ান্টের এই লড়াই তাই পেয়েছে শৈল্পিক নামও। ব্রাজিল-আর্জেন্টিনার লড়াইকে বলা হয় ‘সুপার ক্ল্যাসিকো।’ আগামী বিশ্বকাপে খেলার টিকিট পাওয়ার সুখবর নিয়েই মনুমেন্টাল স্টেডিয়ামে খেলতে নামে আর্জেন্টিনা। ফুরফুরে মেজাজে থাকা লিওনেল স্কালোনির শিষ্যরা ব্রাজিলের বিপক্ষেও দুর্দান্ত শুরু করে।

ম্যাচের চার মিনিটেই প্রতিপক্ষের জালে বল জড়ায় স্বাগতিক দল। বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে তৃতীয় দ্রুততম গোলটি করেন জুলিয়ান আলভারেজ। এই গোলের রেশ কাটতে না কাটতেই আবারও ব্রাজিলের জালে বল জড়ায় আর্জেন্টিনা। এবার গোলের নায়ক এনজো ফার্নান্দেজ। ম্যাচ শুরুর প্রথম ১২ মিনিটেই দুই গোল হজম করে যেন খেই হারিয়ে ফেলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ২৬ মিনিটে এক গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় রাফিনহা-ভিনিসিয়সারা।

এই সময়ে ডান পায়ে জোরালো শটে গোল করেন ব্রাজিলের মাথিয়াস কুনহা। জাতীয় দলের হয়ে এটাই তার প্রথম গোল। আর্জেন্টিনার পোস্টে ব্রাজিলের প্রথম শটও। ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালের পর আর্জেন্টিনার জালে এটা ব্রাজিলের প্রথম গোলও!
কিন্তু ৩৬ মিনিটে বক্সের বাঁ প্রান্ত থেকে বাঁ পায়ের জোরালো শটে গোলের সুযোগ করেছিলেন আগের ম্যাচেই উরুগুয়ের বিপক্ষে জয়ের নায়ক থিয়াগো আলমাদা। তবে তা ব্যর্থ হলে পরের মিনিটেই এনজো ফার্নান্দেজের বাতাসে ভাসানো কম্পাসে মাপা পাস দুর্দান্ত কৌশলগত দক্ষতায় ব্রাজিলের জালে জড়ান লিভারপুলের আর্জেন্টাই মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ফলে ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। যে কারণে বড় ব্যবধানের জয়ের স্বপ্ন দেখে স্বাগতিক সমর্থকরা।

আলমাদার বদলি নেমে দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে গোল করে আর্জেন্টিনার ব্যবধান বাড়ান জিউলিয়ানো সিমিওনে। তখন অবশ্য জার্মানির সেই ঐতিহাসিক ‘সেভেন-আপ’ এর স্বপ্নও দেখতে শুরু করেন আর্জেন্টিনাইন ভক্তদের কেউ কেউ! কিন্তু এরপর আর গোল না হলে ৪-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে স্কালোনির দল।

অন্যদিকে, ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হারের পর এই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে ন্যূনতম ৪ গোল হজম করল সেলেসাওরা। দক্ষিণ আমেরিকার কোনো দলের বিপক্ষে চার গোল হজম করল ১৯৮৭ সালে কোপা আমেরিকার পর। 
এমন পরাজয়ে লজ্জিত ব্রাজিলের কোচ ডোরিভাল জুনিয়র, ‘মেনে নিতেই হবে, আর্জেন্টিনা আমাদের উড়িয়ে দিয়েছে।’ আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে রোমারিওর সঙ্গে আলাপচারিতায় আর্জেন্টিনাকে ‘গুঁড়িয়ে দেবেন’ ও নিজে ‘গোল করবেন’ বলে হুঙ্কার দিয়েছিলেন ব্রাজিলের বার্সা ফরোয়ার্ড রাফিনহা। কিন্তু রাফিনাসহ তার দল পুরোপুরি ব্যর্থ। ম্যাচ শেষে রাফিনহাকে কড়া সুরেই জবাব দিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদের।

×