ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

‘আর্জেন্টিনার এই জয় বাংলাদেশেরও’

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:১৬, ২৭ মার্চ ২০২৫

‘আর্জেন্টিনার এই জয় বাংলাদেশেরও’

এনজো ফার্নান্দেজের ফেসবুক

আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের মানুষের যে কী পরিমাণ ভালোবাসা তার প্রমাণ ২০২২ সালে কাতার বিশ্বকাপের সময়ই দেখেছে গোটা ফুটবল দুনিয়া। সেই বিশ্বকাপে আর্জেন্টিনার খেলার সময় ঢাকা, চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বড় পর্দায় হাজার হাজার মানুষের খেলা উপভোগ ও মেসি-ডি মারিয়াদের সমর্থনে গলা ফাটানোর ব্যাপারটি বিশ্বকাপের শুরু থেকে শেষ পর্যন্তই আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের পরই তাই আর্জেন্টিনা ফুটবল দল টুইটারে বাংলাদেশকে ধন্যবাদ জানায়।
বুধবার আগামী বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এদিনই আবার নিজেদের ঘরের মাঠ মুনমেন্টালে তারা ৪-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে আর্জেন্টিনাকে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এদিন দুর্দান্ত খেলেছেন চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।

দলের হয়ে দ্বিতীয় গোলটি করার পাশাপাশি ম্যাক অ্যালেস্টারকে দিয়ে তৃতীয় গোল করাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। শুধু তাই নয়, ব্রাজিলের বিপক্ষে গোলের আরও দুটি সুযোগ তৈরি করেন ফার্নান্দেজ। এমন দুর্দান্ত পারফর্মেন্স উপহার দেওয়া ম্যাচের শেষে এনজো আবারও স্মরণ করেছেন বাংলাদেশের সমর্থকদের। সেইসঙ্গে সমর্থন করায় ভক্ত-অনুরাগীদের ধন্যবাদ দিয়েছেন হৃদয় থেকে।

সামাজিক মাধ্যমে করা এক পোস্টে আর্জেন্টিনার এই তারকা ফুটবলার লিখেছেন, ‘অসাধারণ সমর্থন ও শুভকামনা জানিয়ে বার্তা দেওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশ। এই জয় তোমাদেরও।’ 
এনজো ফার্নান্দেজ এদিন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলিয়ান তারকা রাফিনহার ব্যাপারেও কথা বলেছেন। বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ডকে মুখ সামলে কথা বলার পরামর্শ দিয়েছেন। এ প্রসঙ্গে কাতার বিশ্বকাপের উদীয়মান ফুটবলারের পুরস্কার জেতা ফার্নান্দেজ বলেন, ‘পরেরবার ভদ্র আচরণ করো রাফিনহা।’

×