
ছবি: সংগৃহীত।
নির্দিষ্ট কিছু সময় আগে তামিম ইকবাল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এ অবস্থায় তার চাচা আকরাম খান যখন হাসপাতালে ছিলেন, তখন তার কাছে খবর আসে যে, তামিম আর বেঁচে নেই। এই শোক সংবাদ শুনে তিনি একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। তবে প্রায় দেড় ঘণ্টা পর তার কাছে আসে স্বস্তির খবর।
সম্প্রতি, আকরাম খান তার ভাতিজা তামিমের সংকটময় সময়ের পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে কথা বলেন। তিনি সেই সময়ের কথা স্মরণ করে তার ভাতিজার জন্য দোয়া করা সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “
যখন আমি খবরটা পেয়েছি, দ্য নিউজ ওয়াজ ভেরি ব্যাড। আমাকে বলা হলো তামিম আর নেই। এটা কল্পনা করতে পারিনি। কোনোদিন ভাবিওনি এ ধরনের খবর শুনব। এত অল্প বয়সী ছেলে। এরপর ঘণ্টা দেড়েক বাড়িতেই ছিলাম। খুব আপসেট ছিলাম। ঘণ্টা দেড়েক পর ডাক্তাররা কল করলেন কনফারেন্সের। বললেন রিং লাগানোর জন্য নিয়ে যাচ্ছে। তখন একটু স্বাভাবিক হয়েছি। যেহেতু রিং লাগাতে যাচ্ছে, তার মানে বেঁচে থাকার সম্ভাবনা আছে।’
এখন তামিমের কী অবস্থা? আকরাম খান বলেন, ‘এভারকেয়ারে সে অবজারভেশনে আছে। ডাক্তারের সঙ্গেও আলাপ হয়েছে। ও যদি আরও দু-তিনদিন এই কন্ডিশনে থাকে, তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারব।’
তামিমকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে কি না, জানতে চাইলে আকরাম বলেন, ‘যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে-রিং লাগানো হয়ে গেছে। কিন্তু পরিবারের সিদ্ধান্তের পর অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব, ওকে দেশের বাইরে নিয়ে ভালোভাবে পরীক্ষা করে দুশ্চিন্তামুক্ত হবো। টেনশনটা রাখতে চাচ্ছি না।’
এসময়, আকরাম খান তার ভাতিজার সুস্থতার জন্য সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নুসরাত