
ছবি: সংগৃহীত।
বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলের বড় পরাজয় মেনে নিতে পারছেন না ব্রাজিলের অধিনায়ক মার্কিনিয়োস। ম্যাচের পর তিনি ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে সতীর্থদের ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
বুয়েন্স এইরেসে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল শুরু থেকেই ছন্দহীন ছিল। বল দখল, আক্রমণ কিংবা প্রতি-আক্রমণ—সব ক্ষেত্রেই প্রতিপক্ষের তুলনায় পিছিয়ে ছিল সেলেসাওরা। ম্যাচ শেষে মার্কিনিয়োস বলেন, "এখানে যা হয়েছে, তা আবার দেখতে চাই না। হিট অব দ্য মোমেন্টে কিছু বলা কঠিন, তবে এটি আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর।"
বাছাইপর্বে এটি ছিল ব্রাজিলের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়গুলোর একটি। সর্বশেষ চার বাছাই ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে তারা। ২১ পয়েন্ট নিয়ে এখনো শঙ্কার মধ্যে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনার কাছে এই পরাজয়ের পর মার্কিনিয়োস সরাসরি ভক্তদের উদ্দেশে বলেন, "আমরা খুব বাজেভাবে শুরু করেছি, যা আমাদের সামর্থ্যের তুলনায় অনেক নিচু মানের পারফরম্যান্স। অন্যদিকে, প্রতিপক্ষ আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল এবং জানত কীভাবে খেলতে হয়। এজন্য আমরা দুঃখপ্রকাশ করছি।"
অন্যদিকে, কোচ দরিভাল জুনিয়রও বাছাইপর্বে দলের পারফরম্যান্স দিয়ে আস্থা অর্জন করতে পারছেন না। ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর তার অধীনে শেষ ১৬ ম্যাচে ব্রাজিল জয় পেয়েছে মাত্র সাতটিতে। কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার দলের জন্য।
সায়মা ইসলাম