ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

ঢাকায় আনা হলো তামিম ইকবালকে

প্রকাশিত: ২২:১২, ২৫ মার্চ ২০২৫

ঢাকায় আনা হলো তামিম ইকবালকে


গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে সড়ক পথে ঢাকায় নিয়ে আসা হয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবালকে। আজ মঙ্গলবার (২৫ মার্চ) রাত পৌনে ৯টায় একটি অ্যাম্বুলেন্সে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে।

গতকাল সোমবার হার্ট অ্যাটাকের পর সাভারের ওই হাসপাতালে তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়। এর ২৪ ঘণ্টারও কিছু বেশি সময় পর তাকে আজ ঢাকায় আনা হলো।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, তামিমের শঙ্কাজনক পরিস্থিতি কাটিয়ে ওঠা হয়ে গেছে। তার শারীরিক জটিলতাও নেই এখন। পরিবারের সঙ্গে কথা বলেছেন, হাঁটাচলা করছেন।

সাজিদ

×