ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

সাকিব-তামিমের বন্ডিং আমাদের চেয়ে বেশি: সাব্বির রহমান

প্রকাশিত: ১৮:৫৫, ২৫ মার্চ ২০২৫

সাকিব-তামিমের বন্ডিং আমাদের চেয়ে বেশি: সাব্বির রহমান

ছবি: সংগৃহীত

বাংলাদেশি ক্রিকেটার সাব্বির রহমান আজ তামিম ইকবালের অসুস্থতা নিয়ে সাকিব আল হাসানের পোস্টের বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, "তারা ছোটবেলার বন্ধু, তাদের বন্ধন আমাদের থেকে অনেক ভালো। সাকিব যে পোস্ট করেছে, এটা স্বাভাবিক। আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে।"

সাব্বির আরও বলেন, "তামিম ভাই আমার বড় ভাই, আমরা অনেক সময় একসাথে খেলাধুলা করেছি এবং ডিসিশন শেয়ার করেছি। আমার দোয়া সবসময় তাঁর সঙ্গে। আমি নিশ্চিত, ১৬ কোটি মানুষের চেয়ে বেশি দোয়া আসছে। তামিম ভাই এত ফিট একজন মানুষ, অসুস্থ হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া থাকবে যেন উনি দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরেন, ইনশাল্লাহ।"

সাব্বির জানিয়েছেন, সাভারে ম্যাচের জন্য তিনি প্র্যাকটিসে যেতে পারেননি, তবে তিনি আশা করেন ঈদের পর সবকিছু ঠিক হয়ে যাবে।

তাকে প্রশ্ন করা হয়েছিল, ওপেনিংয়ে ব্যাটিং করার পরেও কেন সাব্বির এখনও নিজের পারফরম্যান্স অনুযায়ী ধারাবাহিকতা রক্ষা করতে পারছেন না। সাব্বির বলেন, "নতুন টিম, আমি ক্যাপ্টেন ছিলাম, একটু চাপ ছিল। প্লেয়ারদেরও ম্যানেজ করা কঠিন হয়ে পড়েছে। তবে আশা করি ঈদের পর আবার ভালোভাবে কামব্যাক করতে পারব।"

তিনি আরও জানান, "আজকের ম্যাচটা একটু আফসোসের মতো, কারণ খুব কাছাকাছি ছিল। কিন্তু আশা করি ঈদের পর আমরা আবার কামব্যাক করব, ইনশাল্লাহ ভালোভাবে।"

 

 

সূত্র: https://www.youtube.com/watch?v=bffyeR7n0Zo

আবীর

×