
ছবি: সংগৃহীত
ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনহা আগামীকাল বুধবার আর্জেন্টিনার বিপক্ষে তাদের বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচের আগে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছেন। "রোমারিও টিভি"-তে এক সাক্ষাৎকারে রাফিনহা বলেছিলেন, "আমরা তাদের হারাবো... পুরোপুরি! মাঠে এবং মাঠের বাইরে যদি প্রয়োজন হয়, তবে হারাবো।"
রাফিনহা আরও দাবি করেছেন, "নিশ্চয়ই আমি আর্জেন্টিনার বিপক্ষে গোল করতে যাচ্ছি। আমি সবকিছু নিয়ে মাঠে নামব।" তার এই মন্তব্য আর্জেন্টিনায় উত্তেজনা সৃষ্টি করেছে এবং স্থানীয় মিডিয়া তার "কঠিন কথা"কে একটি হুমকি হিসেবে বর্ণনা করেছে।
তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এই তর্ক-বিতর্কের গুরুত্ব কমিয়ে বলেছেন, "মাঠে যোদ্ধা, বাইরে বন্ধু।" সোমবার এক প্রেস কনফারেন্সে তিনি বলেন, "আর্জেন্টিনা বনাম ব্রাজিল একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, কিন্তু এটি এখনও একটি ফুটবল ম্যাচ। এটি এর চেয়ে বেশি কিছু হওয়া উচিত নয়।"
স্কালোনি আরও স্মরণ করেন, "কোপা আমেরিকা ফাইনালের পর মারাকানায় মেসি এবং নেইমারের ছবি, সেটাই আমাদের মনে রাখতে হবে। বিশ্বের সেরা খেলোয়াড় এবং সম্ভবত দ্বিতীয় সেরা খেলোয়াড় একসঙ্গে বন্ধু হয়ে রয়েছেন। সেটাই আমাদের চিত্র হতে হবে।"
মঙ্গলবারের ম্যাচটি রাফিনহার জন্য আর্জেন্টিনায় প্রথম ম্যাচ হবে ২০২১ সালের পর, যখন আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওটামেন্দি তাকে মুখে আঘাত করলে পাঁচটি সেলাই করতে হয়েছিল। ব্রাজিল আর্জেন্টিনাকে শেষ ছয় বছর ধরেই হারাতে পারেনি, এবং আর্জেন্টিনায় তাদের ১৬ বছরের অজেয়তা রয়েছে।
বর্তমানে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকান কোয়ালিফায়ার টেবিলের শীর্ষে রয়েছে ২৮ পয়েন্ট নিয়ে। তারা যদি ব্রাজিলের বিপক্ষে ড্র করে, তবে ২০২৬ সালের বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করবে, তবে যদি বলিভিয়া উরুগুয়েকে হারায়, তবেই তা সম্ভব হবে।
সূত্র: https://www.reuters.com/sports/soccer/brazil-will-beat-argentina-up-world-cup-qualifier-says-raphinha-2025-03-24/
আবীর