
ছবি: সংগৃহীত
ডেনমার্কের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল পর্তুগাল। ঘরের মাঠে দ্বিতীয় লেগের আগে বেশ চাপে ছিলেন এই কিংবদন্তি। এরপর তার নেয়া পেনাল্টি কিক ঠেকিয়ে দেন ডেনমার্কের গোলরক্ষক ক্যাসপার স্মেইকেল।
তাতে খুব বেশি ক্ষতি হয়নি পর্তুগালের। ডেনমার্ককে বড় ব্যবধানে হারিয়েই সেমিফাইনালে উঠেছে পর্তুগাল।
রোববার (২৩ মার্চ) রাতে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ডেনমার্ককে ৫-২ গোলে হারিয়ে সব মিলিয়ে ৫-৩ অ্যাগ্রিগেটে সেমিফাইনালে উঠেছে পর্তুগাল। পর্তুগালের পক্ষে ফ্রান্সিসকো ত্রিনকাও ২টি এবং রোনালদো ও গনসালো রামোস ১টি করে গোল করেন। বাকি গোলটি ইয়োয়াখিম অ্যান্ডারসনের আত্মঘাতী। ডেনমার্কের পক্ষে রাসমুস ক্রিস্টেনসেন ও ক্রিস্টিয়ান এরিকসেন ২টি গোল শোধ করেন।
পর্তুগালের এই জয়ে বিশ্বরেকর্ড গড়েছেন রোনালদো। রোনালদোকে নিয়ে পর্তুগাল সর্বোচ্চ ১৩২ ম্যাচে জয় পেয়েছে। বিশ্বের আর কোনো ফুটবলার জাতীয় দলের হয়ে এতোগুলো ম্যাচে জয় খেলেননি। এই ম্যাচের পর তার হাতে রেকর্ডের স্মারক তুলে দিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড।
২২ বছর ধরে জাতীয় দলে খেলে যাচ্ছেন তিনি। ২০০৩ সালের আগস্টে পর্তুগালের হয়ে অভিষেক হয় রোনালদোর। ২১৭ ম্যাচে ১৩৫ গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল করার রেকর্ডও তার।
দীর্ঘ ক্যারিয়ারে চতুর্থবারের মতো গিনেস বুকে নাম উঠলো এই কিংবদন্তির। ৪০ বছর বয়সী রোনালদো পেশাদার ফুটবলার হিসেবে ৯২৯ গোলের মালিক। আর মাত্র ৭১ গোল করলে প্রথম ফুটবলার হিসেবে পেশাদার ফুটবলে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করবেন তিনি।
মেহেদী হাসান