
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে দেখতে গিয়েছেন সাকিব আল হাসানের বাবা। সাংবাদিকরা তার কাছে তামিমের শারীরিক অবস্থার খোঁজখবর চাইলে তিনি বলেন, "তামিম এখন সুস্থ আছেন। আশা করি খুব শীঘ্রই তিনি বাড়ি ফিরে যেতে পারবেন।"
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সাকিবের বাবা আবেগঘন কণ্ঠে বলেন,"তামিম আমার ছেলের মতো না, তামিম তো আমার ছেলেই!"
তামিম ও সাকিবের দীর্ঘদিনের বন্ধুত্ব ও একসঙ্গে মাঠে খেলার সম্পর্কের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "তারা দুজনই দেশের গর্ব। আমরা সবাই চাই, তামিম দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরে আসুক।" প্রসঙ্গত, তামিম ইকবাল হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন এবং তার এনজিওগ্রাম করা হয়। তার সুস্থতার জন্য দেশ-বিদেশের ক্রিকেটপ্রেমীরা দোয়া করছেন।
ফারুক