
পেনাল্টিতে স্পেনের জয় নিশ্চিতের পর পেদ্রির উচ্ছ্বাস
উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হেরে গিয়েছিল টুর্নামেন্টের সাবেক দুই চ্যাম্পিয়ন পর্তুগাল এবং ফ্রান্স। তবে দ্বিতীয় লেগে জিতে ইউরোপের অন্যতম মর্যাদার এই আসরের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা। রবিবার দ্বিতীয় লেগে পর্তুগাল ৫-২ গোলে বিধ্বস্ত করে ডেনমার্ককে। আর তাতেই দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে ড্যানিশদের হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। আরেক ম্যাচে ফ্রান্স ২-০ গোলে ক্রোয়েশিয়াকে হারালে সমষ্টিতগভাবে ম্যাচের ফলাফল দাঁড়ায় ২-২।
এরপর দিদিয়ের দেশমের দল টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে ক্রোয়াটদের হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। এদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও ড্র (৩-৩ গোলে ) করে বসে স্পেন। ফলে দুই লেগ মিলিয়ে ম্যাচের ফলাফল ৫-৫ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
আর পেনাল্টি শূটআউটে লা রোজারাও ৫-৪ ব্যবধানে ডাচদের হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায়। আরেক ম্যাচে জার্মানি ইতালির সঙ্গে ৩-৩ ব্যবধানে ড্র করলেও প্রথম লেগে এগিয়ে থাকার সৌজন্যে ৫-৪ ব্যবধানে জিতে শেষ চারের টিকিট নিশ্চিত করে।
উয়েফা নেশন্স লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল। কিন্তু এর পরের দুই আসরে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি রবার্তো মার্টিনেজের দল। তবে এবার শুরু থেকেই দুর্দান্ত খেলে সাবেক চ্যাম্পিয়নরা। কিন্তু ডেনমার্কের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে হেরে গিয়েছিল পর্তুগাল। যে কারণে নিজেদের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচটা ছিল রোনাল্ডো-ফার্নান্দেজদের জন্য রীতিমতো অগ্নি-পরীক্ষা।