
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের হঠাৎ অসুস্থতা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের সতীর্থ মুশফিকুর রহিম।
ঐদিন সোমবার (২৪ মার্চ) বিকেলে তামিমের জ্ঞান ফেরার পর হাসপাতালে গিয়ে পৌঁছান মুশফিক। এসময় সতীর্থের জন্য বেশ উদ্বিগ্ন ছিলেন সাবেক টাইগার অধিনায়ক।
পরবর্তীতে মুশফিকুর রহিম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্টে তামিম ইকবালের দ্রুত সুস্থতা লাভের জন্য জনগণের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
তিনি লিখেছেন, "আজ খুব কঠিন দিন কেটেছে। সকলের কাছে অনুরোধ করছি তামিমকে আপনাদের প্রার্থনায় রাখবেন।
আলহামদুলিল্লাহ, তিনি উন্নতি করছেন কিন্তু আগামী ২৪ ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে। আপনাদের প্রার্থনা সত্যিই পরিবর্তন আনতে পারে।
আল্লাহুম্মা ইন্নি আস আলুক আফিয়াহ।
আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন।"
মুমু