ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

"তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার।"- সাকিব আল হাসান

প্রকাশিত: ০০:০৩, ২৫ মার্চ ২০২৫; আপডেট: ০০:০৩, ২৫ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তার হার্টে রিং পরানো হয়েছে। এ ঘটনায় প্রিয় সতীর্থের সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন সাকিব আল হাসান। তিনি বলেন, "তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার।"

সোমবার ছিল সাকিবের ৩৮তম জন্মদিন। রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি তামিমের দ্রুত সুস্থতা কামনা করেন।

সাকিব লেখেন, "আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা আনন্দে ভরা নেই। কারণ আমার প্রিয় বন্ধু ও সতীর্থ তামিম ইকবাল অসুস্থ। আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি ভাগ করেছি। চাইব, আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।"

তিনি আরও বলেন, "তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন, আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে!"

এছাড়া, ভক্তদের সঙ্গে উদযাপনের সময় এক ভিডিও বার্তায় সাকিব বলেন, "আশা করি, তামিম দ্রুত সুস্থ হয়ে উঠবে। সবাই ওর জন্য দোয়া করবেন। তার পরিবার যেন এই কঠিন সময় ভালোভাবে পার করতে পারে। ইনশাআল্লাহ, তামিম সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।"

উল্লেখ্য, ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অষ্টম রাউন্ডের ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নামার আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল অসুস্থ হয়ে পড়েন। শাইনপুকুরের অধিনায়ক রায়হান রহমানের সঙ্গে টস করার পর হঠাৎ অসুস্থ অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়

কানন

×