ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

তামিম ইকবালের জন্য ভারতে জাতীয় ফুটবল দল জামাল-হামজাদের দোয়া

প্রকাশিত: ২২:৩৮, ২৪ মার্চ ২০২৫

তামিম ইকবালের জন্য ভারতে জাতীয় ফুটবল দল জামাল-হামজাদের দোয়া

আজ ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় বাংলাদেশ দল ম্যাচ ভেন্যু জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুশীলনে নেমেছে। অনুশীলন শুরু হওয়ার মিনিট পাঁচেক পরে বাংলাদেশের ফুটবলাররা এক হয়ে মোনাজাত করেন। যেখানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেন, 'দুপুরের দিকে আমরা এই খবর পাই। এরপর সবাই একসঙ্গে দোয়ার পরিকল্পনা করি। মাঠে তাই এটা করা হয়েছে। আমরা দোয়া করি তামিম আমাদের মাঝে দ্রুত স্বাভাবিকভাবে ফিরে আসুক।'

শিলংয়ে বাংলাদেশ-ভারত ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন যখন চলে তখন তামিমের এই দুঃসংবাদ আসে। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূইয়া ও তারকা ফুটবলার হামজা চৌধুরী দুইজনই তামিমের জন্য দ্রুত সুস্থতা কামনা করেছেন তাৎক্ষণিকভাবে। অন্য ফুটবলাররাও সহমর্মিতা প্রকাশ করেছেন।

তামিম ইকবাল ক্রিকেটার হলেও ফুটবল অত্যন্ত ভালোবাসেন। তার বাবা ইকবাল খান ফুটবলার ছিলেন। তার চাচা আকরাম খানের ক্রীড়াঙ্গনে পথচলা শুরু হয়েছিল ফুটবলার হিসেবে। তামিম অনেক ফুটবলারের কঠিন সময়ে পাশে দাঁড়ান।

সাজিদ

×