
ছবি: সংগৃহীত
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন ফুটবলার হামজা চৌধুরী প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন। আগামী ২৫ মার্চ ভারতকে মোকাবিলা করে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে তার অভিষেক হতে চলেছে।
এছাড়া, আজ তামিম ইকবালের অসুস্থতা নিয়ে শুভকামনা জানিয়েছেন হামজা চৌধুরী। এক ভিডিও বার্তায় তামিম ইকবালের দ্রুত সুস্থতার জন্য তিনি তার এবং তার পরিবারের প্রতি শুভকামনা জানান। হামজা চৌধুরী বলেন, "আমি সত্যিই দুঃখিত যে আমার দেশের সঙ্গী তামিম ইকবালের সম্পর্কে খবরটি দেখেছি। আমি শুধু তার এবং তার পরিবারের প্রতি আমার শুভকামনা পাঠাতে চাই। ইনশাআল্লাহ, তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।"
বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জন্য হামজা চৌধুরীর অভিষেক হতে চলেছে এবং তার অভিষেক ম্যাচটি বড় একটি অপেক্ষার মুহূর্ত হিসেবে গণ্য হচ্ছে দেশের ফুটবল প্রেমীদের জন্য।
সূত্র: https://www.youtube.com/watch?v=uMIJrEVguqU
আবীর