
ছবি: সংগৃহীত
হার্ট অ্যাটাকে শেখ ফজিলাতুন্নেচ্ছা হাসপাতে চিকিৎসাধীন অবস্থায় তামিম ইকবল। ম্যাচ শেষ করেই তাকে দেখতে ছুটে এলেন মাহমুদউল্লাহ, মুশফিক সহ বেশ কয়েকজন ক্রিকেটার।
কয়েক সেকেন্ডের জন্য আইসিইউ থেকে বের হয়ে তামিমের স্ত্রী, অপেক্ষা করা মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে গেলেন তামিম ইকবলের কাছে। তামিম ইকবলের সাথে সব সময় আছেন তার স্ত্রী আয়েশা ইকবল ।এছাড়াও মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম নিয়মিত চিকিৎসকের থেকে খোঁজ খবর নিচ্ছে তামিম ইকবলের কন্ডিশনের।
মোহামেডানের ম্যাচ চলাকালীন সময়ে বুকে ব্যাথা অনুভব করে হার্ট অ্যাটাক করেন বাংলাদেশের জনপ্রিয় ওপেনার তামিম ইকবল।তাকে দেখতে সতীর্থরা ছুটে এসেছে সাভারের এই হাসপাতালে।
গণমাধ্যমসহ সারাবিশ্বের চোখ এখন তামিম ইকবলের দিকে।লাসিথ মালিঙ্গা, আইপিএল টিম কেকেআর সহ সারা বিশ্বমিডিয়া থেকে শুরু করে ক্রিকেটার সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমের বিষয়ে পোস্ট দিচ্ছে।অনেকেই তামিম ইকবলের জন্য দোয়া চেয়েছেন।
মেহেদী হাসান