ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

তামিম ইকবালের শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট

প্রকাশিত: ১৩:৫৪, ২৪ মার্চ ২০২৫

তামিম ইকবালের শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল খেলার মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত বিকেএসপির নিকটস্থ কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রাম করেন। এতে তামিমের হার্টে ব্লক ধরা পড়ে। দ্রুততম সময়ে তার হৃদযন্ত্রে রিং পরানো হয়।চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তামিমের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাকে আরও কয়েকদিন চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হবে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট তামিমের শারীরিক অবস্থার সর্বশেষ এই তথ্য দিয়েছেন।

সোমবার (২৪ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, "তামিম ইকবালের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। সবার কাছে দোয়ার আবেদন থাকল।"

সোমবার ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এর ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে নামেন তামিম। ম্যাচটি বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে অনুষ্ঠিত হচ্ছিল। টসের সময়ই তাকে অসুস্থ দেখাচ্ছিল। পরে টসের পরপরই তিনি আরও বেশি অসুস্থ বোধ করলে দ্রুত মাঠ ছাড়েন।

তামিম ইকবালের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ক্রিকেট মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তার সতীর্থ ও ভক্তরা শিগগিরই সুস্থতার জন্য দোয়া করছেন। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা এই তারকার দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরার অপেক্ষায় সবাই। চিকিৎসকদের মতে, আগামী কয়েকদিনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই তামিমকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।সবার একটাই প্রার্থনা— শিগগিরই সুস্থ হয়ে উঠুন তামিম ইকবাল!

ফারুক

×