ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

লাইফ সাপোর্টে তামিম ইকবাল!

প্রকাশিত: ১২:৫৮, ২৪ মার্চ ২০২৫; আপডেট: ১৩:১৬, ২৪ মার্চ ২০২৫

লাইফ সাপোর্টে তামিম ইকবাল!

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ডিপিএল (ঢাকা প্রিমিয়ার লিগ) খেলতে সাভারের বিকেএসপি মাঠে উপস্থিত হওয়া এই তারকা ক্রিকেটার হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন। প্রাথমিকভাবে তাকে ঢাকায় নেওয়ার জন্য হেলিকপ্টার প্রস্তুত রাখা হলেও, অবস্থা গুরুতর হওয়ায় বিকেএসপির পাশেই ফজিলাতুননেসা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর জানা যায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।

ডিপিএলে মোহামেডানের হয়ে খেলতে বিকেএসপির তিন নম্বর মাঠে নামেন তামিম ইকবাল। ম্যাচের আগে টস করতে গেলেও তাকে বেশ অসুস্থ দেখা যাচ্ছিল। টসের পরপরই তিনি শারীরিকভাবে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল নিশ্চিত করেছেন যে, তামিম ইকবাল বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন।

এই খবরে ক্রিকেট অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিসিবির নির্ধারিত বোর্ড মিটিং স্থগিত করা হয়েছে। ঢাকা থেকে তার ভাই নাফিস ইকবাল ও স্ত্রী দ্রুত হাসপাতালে পৌঁছেছেন। মিরপুর থেকে বিসিবির পরিচালকরাও সেখানে গেছেন।

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যান তামিম ইকবাল সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি এখনও সক্রিয় ছিলেন। তার এই আকস্মিক অসুস্থতার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ভক্তরা তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন। চিকিৎসকরা তার অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং দ্রুত উন্নতি হওয়ার আশা করছেন।

তামিম ইকবালের সর্বশেষ অবস্থা সম্পর্কে আরও তথ্য পাওয়া মাত্রই আপডেট জানানো হবে।

ফারুক

×