
আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে শতরানের পর সানরাইজার্স হায়দরাবাদের ঈশান কিষাণ
আইপিএলে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড আর সানরাইজার্স হায়দরাবাদ যেন একে অন্যের পরিপূরক। সেরা পাঁচ সংগ্রহের রেকর্ডে আগেই তিনবার জায়গা করে নেওয়া ফ্র্যাঞ্চাইজিটি এবার নিজেদের প্রথম ম্যাচেই সংখ্যাটা চারে নিয়ে গেল। রবিবার রাজিব গান্ধী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৬ উইকেটে ২৮৬ রান তোলে প্যাট কামিন্সের দল। আইপিএলের ইতিহাসে যা দ্বিতীয় দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড।
দলটির এই কীর্তির রূপকার ঈশান কিষাণ। মাত্র ৪৭ বলে ১১ চার ও ৬ ছক্কায় অপরাজিত ১০৬ রানের বিধ্বংসী এক ইনিংস উপহার দিয়েছেন ২৬ বছর বয়সী বাঁহাতি এ ব্যাটার। এরপর প্রতিপক্ষকে ২৪২/৬Ñএ থামিয়ে হায়দরাবাদ জিতেছে ৪৪ রানে।
গত আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে রেকর্ড সর্বোচ্চ ২৮৭ রান করেছিল হায়দরাবাদ। আইপিএলে সেবারই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৭৭ রানের পুঁজি গড়েছিল দলটি। এ নিয়ে চারবার আড়াইশ’ ছোঁয়া সংগ্রহ গড়ল হায়দরাবাদ; স্বীকৃত টি২০তে যা সর্বাধিক। তিনবার করে আড়াইশ’ স্পর্শ করেছে ইংলিশ ক্লাব সারে ও ভারত জাতীয় দল। আগের সাত মৌসুমে মুম্বাইয়ের হয়ে খেলা কিষাণকে গত নভেম্বরের মেগা নিলাম থেকে দলে টানে হায়দরাবাদ।
আইপিএলে নিজের ১০৬তম ম্যাচে এসে সেঞ্চুরির উষ্ণ ছোঁয়া পেলেন কিষাণ। টুর্নামেন্টে আড়াই হাজারের বেশি রান করা এই ব্যাটসম্যানের ফিফটি আছে ১৭টি। ৯ চার ও ৩ ছক্কায় ট্রাভিস হেড এদিন করেছেন ৩১ বলে ৬৭ রান। কিষাণ-হেডের তা-বে ৪ ওভারে ৭৬ রান দিয়ে কোনো উইকেট পাননি জোফরা আর্চার। মোহিত শর্মাকে ‘মুক্তি’ দিয়ে আইপিএলের ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড এখন এই ইংলিশ পেসারের। গত আসরে গুজরাট টাইটান্সের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ৭৩ রান দিয়েছিলেন মোহিত।