ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

তাসকিনের অপেক্ষা বাড়িয়ে শার্দুলকে নিল লক্ষৌ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪৩, ২৪ মার্চ ২০২৫

তাসকিনের অপেক্ষা বাড়িয়ে শার্দুলকে নিল লক্ষৌ

তাসকিন

তাসকিন আহমেদ আর আইপিএলের ‘লুকোচুরি’ খেলা চলছেই। নিলামে দল না পেলেও গত দুই মৌসুমে আসরের মধ্যপথে টাইগার পেসারকে পাওয়ার আগ্রহ দেখিয়েছিল একাধিক ফ্র্যাঞ্চাইজি। তবে দেশের খেলা থাকায় তাসকিনের আর খেলা হয়নি। এবারও বাংলাদেশের ২৬ ক্রিকেটারের কেউই নিলাম থেকে দল পাননি। তবে গত সপ্তাহে তাসকিন নিজেই জানান, লক্ষেèৗ সুপার জায়ান্টসের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

জানতে চাওয়া হয়েছে প্রয়োজনে তিনি অ্যাভেইল্যাবল কি না? জবাবে তাসকিন বলেছেন এবার আর বোর্ড (বিসিবি) থেকে এনওসি পেতে সমস্যা হবে না। কিন্তু চোট আক্রান্ত স্কোয়াডে শার্দুল ঠাকুরকে যুক্ত করেছে লক্ষেèৗ। তাসকিনকে অবশ্য সরাসরি খেলার প্রস্তাব দেয়নি দলটি। তাদের স্কোয়াডের একাধিক পেসার চোটে পড়েছেন। পেসার মায়াঙ্ক যাদব, আভেশ খান এবং মহসিন খানের কেউই নিশ্চিত না ঠিক কবে থেকে মাঠে নামতে পারবেন। তাই সেই পেসারদের পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

যদি শেষ পর্যন্ত ব্যাকআপ পেসার প্রয়োজন হয় তাহলে তাসকিনকে দলে ভেড়াতে পারে এই ফ্র?্যাঞ্চাইজি। মহসিন খানের বদলি হিসেবে শার্দুলকে দলে টেনেছে লক্ষেèৗ। ২৬ বছর বয়সী বাঁহাতি পেসার গত নভেম্বরের মেগা নিলামের আগে চার কোটি রুপিতে ধরে রাখে লক্ষেèৗ। পরের মাসেই বিজায় হাজারে ট্রফিতে গুরুতর চোট পান তিনি। তার বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে।

নিলামে অবিক্রীত থাকলেও শার্দুল ও শিভাম মাভি লক্ষেèৗয়ের প্রস্তুতি ক্যাম্পের শুরু থেকে আছেন। মহসিনের বদলি হিসেবে তাদের দুজন থেকে শার্দুলকে বেছে নিয়েছে তারা। যিনি পেস বোলিংয়ের সঙ্গে টেলএন্ডে ভাল ব্যাটিংও করেন।
তাসকিন বলেছিলেন, লক্ষ্নৌ সুপার জায়ান্টস আমার সঙ্গে যোগাযোগ করেছে। তারা জানতে চেয়েছে, যদি বদলি হিসেবে নিতে চায়, তাহলে আমি খেলতে পারব কি না এবং বিসিবি এনওসি (অনাপত্তিপত্র) দেবে কি না। আমি তাদের জানিয়েছি, আমাদের যদি সুযোগ আসে, বিসিবির পক্ষ থেকে এনওসি নিয়ে এবার কোনো সমস্যা হবে না।

×