ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

আইপিএল ২০২৫

কিশানের দুরন্ত সেঞ্চুরিতে হায়দরাবাদ-এর দাপুটে জয়, সমান তালে লড়েছে রাজস্থান

প্রকাশিত: ২২:১৯, ২৩ মার্চ ২০২৫; আপডেট: ২২:২৩, ২৩ মার্চ ২০২৫

কিশানের দুরন্ত সেঞ্চুরিতে হায়দরাবাদ-এর দাপুটে জয়, সমান তালে লড়েছে রাজস্থান

ছবিঃ সংগৃহীত

আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচেই ব্যাটিংয়ে দাপট দেখালো সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। ইশান কিশানের দুর্দান্ত ১০৬* রানের ঝড়ো ইনিংস, ট্র্যাভিস হেডের ঝলক এবং হেনরিক ক্লাসেনের কার্যকরী ব্যাটিংয়ে ৩০০ রানের গণ্ডি পেরোনোর সম্ভাবনা তৈরি করেছিল SRH। শেষ পর্যন্ত তারা ২৮৬ রান করে, যা তাদেরই গত মৌসুমে করা আইপিএলের সর্বোচ্চ রানের রেকর্ডের এক রানের ব্যবধানে কম। তবে এটিই তাদের মারকাটারি ব্যাটিং লাইনআপের শক্তির প্রমাণ হয়ে থাকল।

SRH-এর নতুন সংযোজন ইশান কিশান যে দলের জন্য বড় শক্তি হতে চলেছেন, সেটির প্রমাণ দিলেন অভিষেক ম্যাচেই। ৪৭ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলে তিনি দেখিয়ে দিলেন কেন তিনি রাহুল ত্রিপাঠির চেয়ে বড় আপগ্রেড। ওপেনিংয়ে ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা মাত্র ৬ ওভারে ৯৪ রান তুলে দেন, যা আইপিএলের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ পাওয়ারপ্লে স্কোর। এরপর কিশান এসে আরও বিধ্বংসী ব্যাটিং করেন।

রান তাড়ায় রাজস্থান রয়্যালস (RR) লড়াই করলেও বিশাল লক্ষ্যের সামনে ছিল তারা চাপে। অধিনায়ক সঞ্জু স্যামসন (৬৬) এবং ধ্রুব জুরেল (৭০) চেষ্টা চালিয়ে যান, তবে SRH-এর আগ্রাসী ব্যাটিংয়ের তুলনায় তা যথেষ্ট ছিল না। ক্যারিবিয়ান হার্ডহিটার শিমরন হেটমায়ার কিছুটা চেষ্টা করলেও, শেষ পর্যন্ত ২৪২ রানের বেশি যেতে পারেনি রাজস্থান। ম্যাচের মোট রান হয়েছিল ৫২৮, যা আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ সম্মিলিত সংগ্রহ।

শেষ পর্যন্ত SRH তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপের দাপটে ৪৪ রানের জয় তুলে নেয়, যা তাদের নতুন মৌসুমের জন্য বড় স্বস্তি হয়ে এল।

সূত্রঃ ই এস পি এন ক্রিক ইনফো

ইমরান

×