
ছবি: সংগৃহীত
নিজেদের খেলোয়ার ছেড়ে হামজার পিছনে ছুটঁছেন ভারতীয় গণমাধ্যম গুলো। রৈরি কন্ডিশনেও দাবিয়ে রাখতে পারছে না দ্যা জেন্টালম্যান হামজা চৌধুরীকে।বল নিয়ে প্র্যাকটিস করছে সতীর্থদের সাথে ।
প্রথম দিন এব্রো থেব্রো মাঠে অনুশীন করেন বাংলাদেশ দল।২য় দিনের অনুশীনেও ছিল না কোন স্বাচ্ছন্দ্যে।তবুও হামজার মুখে হাসি যেন থামার নয়। সাংবাদিকদের ক্যামেরার লেন্স ঠিকই খুজেঁ নেয় শেফিল্ড তারকা ফুটবলারকে।
বল নিয়ে ছোটাছুটি অথবা সতীর্থদের সাথে খুনশুটি সব কিছুতেই যেন অন গোয়িং পারফরমেন্স দ্য গ্রেট হামজা চৌধুরীর।
আবহাওয়া বা মাঠের বেহাল কন্ডিশন কোনটাই যেন না ভেবে নিজের অনুশীলনে ব্যস্ত এই ফুটবলার।ভারতের কূট কৌশল উড়িয়ে দিতে তিনি যেন এক চুলও ছাড় দিবেন না।তাই স্প্যানিস কোচ হাভিয়ের কাবরেরার কোচিং ক্লাসে মনোযোগী এই ইংলিশ ফুটবলার।
পছন্দের পজিশন মিডফিল্ডে জামাল ভূইঁয়া,হৃদয়দের সাথে বোঝাপড়াটাও হচ্ছে ভালভাবে।তার এই অনুশীলনে বুঝাই যায় ভারত কে হারাতে কতটা উদ্যমী এই ফুটবলার।সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন,” দলের সাথে তার অভিজ্ঞতার কথা। তিনি বলেন,”আমি অনেক ইনজয় করছি এবং অনুশীলনও অনেক ভাল যাচ্ছে ,আমার টিমের সদস্যরা অনেক ভাল।”
ভারত ফুটবলে দুশ্চিতার নাম হামজা চেীধুরী। ভারতে নিজ দেশের ফুটবলারদের নিয়ে আগ্রহ না থাকলেও হামজা চৌধুরীকে নিয়ে ব্যাপক সমালোচনা ও আলোচনা হচ্ছে। এক নজর তাকে দেখতে আসছে হাজারো ভারতী সমর্থক,নিরাপত্তাকর্মীসহ, সংবাদ-মাধ্যম কর্মীরা।
মেহেদী হাসান