
ছবি: সংগৃহীত
বিশ্ব ক্রিকেটে পাকিস্তান কেন 'আনপ্রেডক্টেবল', আরও একবার সেটি প্রমাণ করল তারা। আগের ম্যাচেই নিউজিল্যান্ডের ২০৪ রান ২৪ বল বাকি থাকিতেই টপকে গিয়ে বিশ্বরেকর্ড গড়া আগা সালমানের দল আজ রবিবার (২৩ মার্চ) চতুর্থ ম্যাচে হারল ১১৫ রানে। রানের হিসাবে টি-টোয়েন্টিতে কিউইদের কাছে এটিই তাদের সবচেযে বড় হার।
পাকিস্তানের বিপক্ষে এই প্রথম একশ'র বেশি রানে জিতল তারা। আগের রেকর্ডটি ছিল ৯৫ রানের জয়, ২০১৬ সালে ওয়েলিংটনে।
সব মিলিয়ে, রানের হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের এটি দ্বিতীয় সর্বোচ্চ জয়। মাউন্ট মঙ্গানুইয়েই ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৯ রানের জয় তাদের সেরা।
দাপুটে এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ এ সিরিজ নিশ্চিত করল মাইকেল ব্রেসওয়েলের নিউজিল্যান্ড।
ফিন অ্যালেন, টিম সাইফার্ট, মাইকেল ব্রেসওয়েলের বিধ্বংসী ইনিংসে ৬ উইকেটে ২২০ রান করে নিউজিল্যান্ড। ৩ ছক্কা ও ৬ চারে ২০ বলে ৫০ রান করেন অ্যালেন। ২২ বলে ৪৪ রান করতে ৪ ছক্কা ও ৩ চার মারেন সাইফার্ট।
শেষ দিকে ২ ছক্কা ও ৫ চারে ২৬ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন কিউইদের ভারপ্রাপ্ত অধিনায়ক ব্রেসওয়েল।
রান তাড়ায় ৯ রানে ৩ উইকেট হারানো পাকিস্তান আর ঘুরে দাঁড়াতে পারেনি। এক পর্যায়ে তাদের রান ছিল ৭ উইকেটে ৪৩। সেখান থেকে কোনোমতে ১০৫ রান করতে পারে তারা।
পাকিস্তানকে অল্পতেই গুটিয়ে দেওয়ার পথে ২০ রানে ৪ উইকেট নেন জ্যাকব ডাফি। ২৫ রানে তিন শিকার ধরেন জ্যাকারি ফোকস।
মিরাজ/রাকিব