ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে কোহলির হ্যান্ডশেক উপেক্ষা করলেন রিঙ্কু

প্রকাশিত: ১৪:৩০, ২৩ মার্চ ২০২৫; আপডেট: ১৪:৩৩, ২৩ মার্চ ২০২৫

আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে কোহলির হ্যান্ডশেক উপেক্ষা করলেন রিঙ্কু

ছবি: সংগৃহীত

কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনে আয়োজিত আইপিএল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে একের পর এক তারকা উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান, সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল, অভিনেত্রী দিশা পাটানি। তবে অনুষ্ঠানের সবটুকু উজ্জ্বলতা ও উৎসবের মাঝে সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তটি ছিল শাহরুখ খান, রিঙ্কু সিং এবং বিরাট কোহলির মধ্যে।

সঙ্গীতানুষ্ঠান শেষে, শাহরুখ খান, যিনি কেকেআরের প্রধান মালিক, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) কিংবদন্তি বিরাট কোহলি এবং কেকেআরের উজ্জ্বল তারকা রিঙ্কু সিংকে মঞ্চে আমন্ত্রণ জানালেন। শাহরুখ কোহলিকে সুন্দরভাবে পরিচয় করিয়ে দেন এবং দর্শকদের 'কোহলি, কোহলি' স্লোগান দিতে উৎসাহিত করেন, এরপর রিঙ্কুকে তাদের সঙ্গে যোগ দিতে ডাকেন।

রিঙ্কু যখন মঞ্চে উঠছিলেন, তিনি শাহরুখ খানের সাথে হাত মেলালেন, কিন্তু বিরাট কোহলির দিকে না তাকিয়ে সরাসরি তাকে পাশ কাটিয়ে চলে যান, যদিও কোহলি তাকে অভিবাদন জানাতে হাত বাড়িয়েছিলেন। এই দৃশ্যটি দ্রুত ভাইরাল হয়ে যায়, বিশেষ করে কেকেআর বনাম আরসিবি ম্যাচ চলাকালীন।

এটি হয়তো রিঙ্কুর খেয়াল করেননি, কারণ কোহলির প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। তবে ইন্টারনেটে এ বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয় এবং এই ঘটনার প্রতিটি দিক বিশ্লেষণ করা হয়। তবুও, এই ঘটনার পরও আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানটি এক স্মরণীয় মুহূর্ত হিসেবে থেকে গেছে।
 

 

সূত্র: https://www.hindustantimes.com/cricket/rinku-singh-ignores-virat-kohlis-handshake-walks-past-him-in-ipl-2025-opening-ceremony-after-greeting-shah-rukh-101742668379835.html

আবীর

×