
ছবি: নন্দকাননে শাহরুখ খান, শ্রেয়া ঘোষাল ও দিশা পাটানি
শাহরুখ-দিশায় কাঁপল উদ্বোধনী মঞ্চবলিউড বাদশাহ শাহরুখ খান, আইকনিক সিঙ্গার শ্রেয়া ঘোষাল আর হালের সেনসেশন দিশা পাটানির ঝলমলে পারফর্ম্যান্সে কাঁপল আইপিএলের উদ্বোধনী মঞ্চ।
ক্রিকেটের নন্দকানন খ্যাত কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে আজ (শনিবার) সন্ধ্যায় আইপিএলের ১৮তম মৌসুমের সূচনা করেন বলিউড সুপারস্টার ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ। তার মুখে শোনা যায় প্রতিযোগিতার ১০টি দলের নাম। এরপর শ্রেয়া ঘোষালকে গান গাওয়ার জন্য মঞ্চে ডেকে নেন শাহরুখ।
মাঠে খেলা গড়ানোর প্রায় এক ঘণ্টা আগে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে ছিলো অগণিত দর্শক। একের পর এক আয়োজনে মুহুমুর্হ করতালিতে জেগে ওঠে ইডেনের গ্যালারি। শাহরুখের সূচনা বক্তব্যের পর স্টেজে আসেন শ্রেয়া ঘোষাল। এরপর দিশা পাটানির নৃত্য। আর সব ক্রিকেটারদের পাশাপাশি সুপারস্টার বিরাট কোহলির সঙ্গে আলাদা করে খুনসুটিতে মাতেন শাহরুখ।
গান গেয়েছেন রকস্টার কর্ণ আওজলাও। এরপর ইডেনে দেখা গেছে অ্যানামরফিক প্রোজেকশন, প্রতিটি দলের লোগো ফুটে উঠে মাঠে। এরপর বোর্ড কর্তাদের মঞ্চে ডেকে নেন শাহরুখ।
ট্রফি নিয়ে মঞ্চে ওঠেন উদ্বোধনী ম্যাচের দুই দল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক আজিঙ্ক রাহানে ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার।
মিরাজ/রাকিব