
প্রতীকী ছবি
বাংলাদেশ কুস্তি ফেডারেশনে জাতীয় ক্রীড়া পরিষদের ঘোষিত নতুন এ্যাডহক কমিটি নিয়ে ক্ষোভ চলছে কুস্তিগীরদের মধ্যে। এবার এশিয়ান কুস্তি ফেডারেশনে গুরুত্বপূর্ণ সভার জন্য জর্ডান সফর বাতিল করলেন সাবেক কমিটির যুগ্ম সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদ।
আগামী সোমবার (২৪ মার্চ) জর্ডানের আম্মানে এশিয়ান কুস্তি ফেডারেশনের এই সভা ও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে অংশ নিতে অ্যাফিলিয়েটেড দেশ হিসেবে বাংলাদেশের প্রতিনিধিও থাকার কথা ছিল। সে মোতাবেক বিমান টিকিটও দিয়েছিল তারা। কিন্তু ওই সভার জন্য নির্বাচিত কর্মকর্তা মেসবাহ উদ্দিন আজাদ নতুন কমিটির প্রতিবাদস্বরূপ জর্ডান সফর বাতিল করেছেন।
এ প্রসঙ্গে নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি সাবেক এবং বর্তমান জাতীয় কুস্তিগীরদের সঙ্গে একাত্মতা পোষণ করে আমার জর্ডান ফ্লাইট বাতিল করেছি। আমি আপনাদের সকলের সম্মিলিত আন্দোলনের সঙ্গে একাত্মতা জানাচ্ছি এবং এই আন্দোলনে আপনাদের সঙ্গে আছি।’
আরও জানা গেছে, নতুন এ্যাডহক কমিটিকে প্রত্যাখ্যান করে ঈদের পর মানববন্ধন করবেন দেশের তারকা কুস্তিগীররা।
রুমেল খান/রাকিব