
ছবি: সংগৃহীত
সবশেষ ম্যাচে কলম্বিয়াকে ব্রাজিল হারালেও ম্যাচটি খুব একটা সহজ ছিল না সেলেসাও বাহিনীর। পরের ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিরার বিপক্ষে।এই ম্যাচে পাচ্ছে না দলের সেরা গোলরক্ষক আলিসন বেকারকে।
এর আগে থেকেই দলে নেই আরেক তারকা গোলরক্ষক এদারসন ইনজুরিতে তিনিও মাঠের বাইরে। যে কারণে গোলবারের নিচে কে শেষ শট ঠেকাবে তা নিয়ে এখন দুশ্চিন্তায় সেলেসাও টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে ফুটবলে দারুণ এক সময় পার করছে (আলবিসেলেস্ত) আর্জেন্টিনা। একের পর এক শিরোপা জিতে যাচ্ছে লিওনেল মেসির দল। বিপরীত চিত্র ব্রাজিল ফুটবলে, জৌলুস হারাতে বসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
এই অবস্থায় বিশ্বকাপ বাছাইপর্বের ২৬ মার্চ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে তারা। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, অপ্রতিরোধ্য আর্জেন্টিনার বিপক্ষে পারবে তো ব্রাজিল?
মেহেদী হাসান