ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

মেসিবিহীন আর্জেন্টিনার কষ্টার্জিত জয়

প্রকাশিত: ১০:৩৫, ২২ মার্চ ২০২৫

মেসিবিহীন আর্জেন্টিনার কষ্টার্জিত জয়

আর্জেন্টিনার চোটের মিছিল ছিল বড়। অধিনায়ক লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজসহ প্রথম সারির বেশ কিছু খেলোয়াড় ছিটকে গেছেন। সেই ম্যাচে ২৩ বর্ষী থিয়াগো আলমাদা আলো ছড়িয়েছেন। তার জয়সূচক গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপে খেলার পথটা আরও মজবুত করেছে বর্তমান চ্যাম্পিয়ন দল। 

উরুগুয়ের মাঠ সেন্টেনারিও স্টেডিয়ামে শনিবার ভোরে স্বাগতিকদের ১-০তে হারিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার হাতে আছে আরও পাঁচ ম্যাচ। যেখানে আর ১ পয়েন্ট পেলেই তারা নিশ্চিত করবে ২০২৬ বিশ্বকাপের টিকিট।

পুরো ম্যাচে ৫৬ শতাংশ সময় বল দখলে রেখে ৬ শট নেয় উরুগুয়ে। যার ২টি ছিল গোলমুখে। বিপরীতে বল দখলে পিছিয়ে থাকলেও ১২ শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে লিওনেল স্কালোনির শিষ্যরা।

আলমাদার গোলটি আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে ২০০০তম গোল। ম্যাচের শেষ দিকে অবশ্য অহেতুক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনা ফরোয়ার্ড নিকো গঞ্জালেস।

১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল আর্জেন্টিনা। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইকুয়েডর। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিন থাকা ব্রাজিলের বিপক্ষে বুধবার সকালে মাঠে নামবে আর্জেন্টিনা।

সজিব

×