ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

৯৯তম মিনিটে গোল করে কলম্বিয়াকে হারাল ব্রাজিল!

প্রকাশিত: ০২:০৮, ২২ মার্চ ২০২৫

৯৯তম মিনিটে গোল করে কলম্বিয়াকে হারাল ব্রাজিল!

ছবিঃ সংগৃহীত

ম্যাচের ৯৯তম মিনিটে নাটকীয় এক গোল করে ব্রাজিলকে দারুণ এক জয় এনে দিলেন ভিনিসিয়ুস জুনিয়র। বৃহস্পতিবার দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল।

ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দারুণ ছন্দে ছিল ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধেই রাফিনহা গোল করে এগিয়ে দেন দলকে। তবে লুইস দিয়াজের গোলের মাধ্যমে সমতা ফেরায় কলম্বিয়া। এরপর খেলা ১-১ সমতায় চলছিল, মনে হচ্ছিল টানা তৃতীয় ড্রয়ের সামনে ব্রাজিল।

কিন্তু যোগ করা সময়ের ৯৯তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোল ব্রাজিলকে এনে দেয় দারুণ এক জয়। এই জয়ের ফলে বাছাই পর্বের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছে ব্রাজিল।

এই জয়ে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে ব্রাজিল। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে চার পয়েন্টে পিছিয়ে আছে তারা। তৃতীয় স্থানে থাকা উরুগুয়ের (২০ পয়েন্ট) চেয়ে এক পয়েন্টে এগিয়ে গেছে ব্রাজিল। তবে আর্জেন্টিনা ও উরুগুয়ের হাতে একটি করে ম্যাচ বেশি আছে এবং তারা শুক্রবার মুখোমুখি হবে।

দক্ষিণ আমেরিকা থেকে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে, আর সপ্তম স্থানে থাকা দলকে প্লে-অফ খেলতে হবে। এই দারুণ জয়ে বিশ্বকাপের পথে আরও এগিয়ে গেল ব্রাজিল!

সূত্রঃ https://www.theguardian.com/football/2025/mar/21/brazil-vs-colombia-fifa-football-world-cup-qualifiers-scores-results-vinicius-junior

ইমরান

×