ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

রেকর্ড গড়া ইনিংসে পাকিস্তানের দাপুটে জয়, হাসান নওয়াজ গড়লেন ইতিহাস!

প্রকাশিত: ০১:৪৬, ২২ মার্চ ২০২৫; আপডেট: ০১:৫১, ২২ মার্চ ২০২৫

রেকর্ড গড়া ইনিংসে পাকিস্তানের দাপুটে জয়, হাসান নওয়াজ গড়লেন ইতিহাস!

ছবিঃ সংগৃহীত

মাত্র তৃতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নেমেই হাসান নওয়াজ গড়লেন ইতিহাস! মাত্র ৪৪ বলে সেঞ্চুরি করে ভেঙে দিলেন বাবর আজমের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড। তার দুর্দান্ত ইনিংসে পাকিস্তান নয় উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে টিকে রইল।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ হারার পর, পাকিস্তানের জন্য এই ম্যাচ ছিল বাঁচা-মরার লড়াই। ২০৫ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান দুর্দান্ত শুরু করে।

মোহাম্মদ হারিস (৪১) ও হাসান নওয়াজ ৫.৫ ওভারে ৭৪ রান যোগ করেন। তবে হারিস জ্যাকব ডাফির বলে আউট হলে দায়িত্ব কাঁধে তুলে নেন নওয়াজ।

এরপর নতুন অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে জুটি বেঁধে অপরাজিত ১৩৩ রানের পার্টনারশিপ গড়ে দলকে মাত্র ১৬ ওভারে জয় এনে দেন হাসান নওয়াজ।

নওয়াজ ১০৫ রানে অপরাজিত থাকেন (১০টি চার ও ৭টি ছক্কা)। তার সঙ্গে সালমান আলী আগা ৫১ রানে অপরাজিত থাকেন (৬টি চার ও ২টি ছক্কা)।

২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৯ বলে সেঞ্চুরি করে পাকিস্তানের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন বাবর আজম। তবে শুক্রবারের ম্যাচে মাত্র ৪৪ বলে সেঞ্চুরি করে সেই রেকর্ড নিজের করে নিলেন হাসান নওয়াজ।

এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থেকেও ফিরে আসার আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান।

ইমরান

×