ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ব্রাজিলের ত্রাণকর্তা ভিনিসিয়াস

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:০২, ২১ মার্চ ২০২৫

ব্রাজিলের ত্রাণকর্তা ভিনিসিয়াস

.

বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে ব্রাজিল। শুক্রবার সকালে ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত ম্যাচের অতিরিক্ত সময়ের ৯৯ মিনিটে গোল করেন সেলেসাও তারকা ভিনিসিয়াস জুনিয়র। আর তাতেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ২-১ গোলে হারায় কলম্বিয়াকে। সেই সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে আসে ডোরিভাল জুনিয়রের দল।
ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে অনুষ্ঠিত এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ব্রাজিল। অন্যদিকে কলম্বিয়াকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না। চতুর্থ মিনিটে রাফিনহার পাস ধরে প্রচন্ড গতিতে বক্সে ঢুকে পড়েন ভিনিসিয়াস। তাকে থামাতে গিয়ে ফাউল করে বসেন কলম্বিয়ান ডিফেন্ডার দানিয়েল মুনোজ। আর পেনাল্টি থেকে ব্রাজিলকে এগিয়ে দেন দুর্দান্ত ফর্মে থাকা রাফিনহা। ম্যাচের বয়স যখন ৯ মিনিট তখনই ব্যবধান প্রায় ২-০ হয়েই যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত গোলটি হয়নি। প্রথমার্ধের ৪১ মিনিটে গোলের মুখ দেখে কলম্বিয়াও। দারুণ এক আক্রমণ  থেকে অসাধারণ ফিনিশিংয়ে গোল করে দলকে সমতায় ফেরান লিভারপুল তারকা লুইস দিয়াজ। এরপর  থেকেই  যেন ধার হারাতে থাকে ব্রাজিলের ফুটবল। আক্রমণাত্মক শুরুর পর কেন  যেন তারা গুটিয়ে  যেতে থাকে! বাড়তে থাকে ম্যাচ ড্র হওয়ার আশঙ্কা। কিন্তু খেলা  শেষ হওয়ার আগ মুহূর্তে ৯৯ মিনিটে অসাধারণ এক গোল করে ব্রাজিলের মান বাঁচান ভিনিসিয়াস জুনিয়র। এই জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার দুইয়ে উঠে আসা ব্রাজিলের ১৩ ম্যাচ থেকে সংগ্রহ ২১। যেখানে ১ ম্যাচ কম খেলে ২৫ নিয়ে শীর্ষে তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা।
তবে কলম্বিয়ার বিপক্ষে এদিনও সাত সংখ্যাটি আলোচনায় উঠে আসে। এই ম্যাচে ব্রাজিলের ৭ জন বদলি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সত্যিই কি এটা নিয়ম বহির্ভূত কিছু? করোনা পরিস্থিতিতে একটি দলকে চারের পরিবর্তে সর্বোচ্চ পাঁচজন বদলি  খেলোয়াড় মাঠে নামানোর সুযোগ দিয়েছিল ফিফা। পরবর্তীতে ২০২১ সালে এই আইন স্থায়ীভাবে কার্যকর করা হয়। তাহলে ব্রাজিল কীভাবে সাত বদলি নামাল? মূলত এর  পেছনে আছেন অ্যালিসন  বেকার। ৬৯ মিনিটে একটি ফ্রি-কিক বিপদ মুক্ত করতে গিয়ে কলম্বিয়ার ডিফেন্ডার দাভিদসন সানচেজের মাথার সঙ্গে  গোলকিপার আলিসনের সংঘর্ষ হয়। দুজনেই মাথায় আঘাত  পেয়ে মাঠ ছাড়েন। ফিফার কনকাশন প্রটোকলে বলা হয়েছে,  কোনো দলের একজন  খেলোয়াড় মাথায় আঘাতজনিত  চোট নিয়ে মাঠ ছাড়লে তার সঙ্গে অতিরিক্ত আরও একজনকে  খেলানো যাবে। এ কারণেই মাথায় আঘাত পাওয়া  গোলকিপার আলিসনের পরিবর্তে নামেন  বেন্তো এবং  শেষদিকে ভিনির জায়গায় মিনিট দুয়েকের জন্য মাঠে  নেমে অভিষেক হয়  সেন্টার-ব্যাক লিও ওরতিজের। এই দুজন ছাড়াও ব্রাজিল  কোচ ডোরিভাল জুনিয়র বদলি হিসেবে নামিয়েছিলেন জোয়েলিন্তন, মাথেউস কুনিয়া, সাভিনিও, আন্দ্রে এবং ওয়েসলি ফ্রাঙ্কাকে। সুতরাং, এতে  কোনো নিয়মভঙ্গ হয়নি।

×