ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

এমন রেকর্ড নওয়াজ গড়িল কেমনে...

প্রকাশিত: ২১:০৩, ২১ মার্চ ২০২৫

এমন রেকর্ড নওয়াজ গড়িল কেমনে...

৪৪ বলে সেঞ্চুরি- উড়ছেন পাকিস্তান ওপেনার

অভিষেকে শূন্য, পরের ম্যাচেও শূন্য-এমন অবস্থায় হতাশায় মুষড়ে পড়াটাই স্বাভাবিক। কিন্তু হাসান নাওয়াজ যেন ভিন্ন ধাঁচে গড়া। দুই ডাকের দুঃস্বপ্নকে দূরে ঠেলে খেললেন দারুণ এক ইনিংস। ৪৫ বলে অপরাজিত ১০৫, ৪৪ বলে সেঞ্চুরি-এই ইনিংস তাঁকে পরিণত করল পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরিয়ানে। টানা দুই হারের পর পাকিস্তানও পেল রেকর্ড গড়া এক জয়।

আগের দুই ম্যাচে শূন্য নিয়ে কী ভাবছিলেন নেওয়াজ, ম্যাচসেরার পুরস্কার নিতে এসে ২২ বছর বয়সি ডানহাতি এ ওপেনার বললেন,‘একটা ভাবনা আমার মাথায় ছিল যে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমে অন্তত একটা রান করতে হবে। সেটা পাওয়ার পর আমি স্বস্তি অনুভব করেছি এবং চাপ কেটে গেছে।’

‘প্রথম দুই ম্যাচে যেভাবে আউট হয়েছি, তা দেখে আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু অধিনায়ক (আগা সালমান) ও শাদাব আমাকে সমর্থন দিয়েছেন, তারা বলেছেন যে আমি ম্যাচ উইনার, আর সেটাই আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে। আমি অনেক সমর্থন পেয়েছি এবং আমার অধিনায়কের প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ।’

অকল্যান্ডে আজ (শুক্রবার) তৃতীয় টি২০তে ২৬ বলে ফিফটি স্পর্শ করা নেওয়াজ সেঞ্চুরি পূর্ণ করেন ৪৪তম বলে। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে কোনো পাকিস্তানির দ্রুততম সেঞ্চুরি এটি। এত দিন দ্রুততম ছিল বাবর আজমের ৪৯ বলে সেঞ্চুরি, সেঞ্চুরিয়নে ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

সঙ্গে মোহাম্মদ হারিসের ২০ বলে ৪১ আর সালমানের ৩১ বলে অপরাজিত ৫১ রানে ভর করে ৪ ওভার অর্থাত ২৪ বল হাতে রেখে ৯ উইকেটের জয় পায় পাকিস্তান (২০৭/১)। 

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এর আগে দুই শতাধিক রান তাড়ায় দ্রুততম জয় ছিল দক্ষিণ আফ্রিকার। ২০১৭ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের ২০৫ রান দক্ষিণ আফ্রিকা টপকে গিয়েছিল ১৭.৪ ওভারে, ২ উইকেট হারিয়ে। চতুর্থ ম্যাচ ২৩ মার্চ। 

মিরাজ/আশিক

×