ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ইনজুরি টাইমে ভিনিসিয়ুসের গোলে ব্রাজিলের জয়

প্রকাশিত: ০৯:৫৯, ২১ মার্চ ২০২৫

ইনজুরি টাইমে ভিনিসিয়ুসের গোলে ব্রাজিলের জয়

দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে। ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের ইনজুরি টাইমের ৯৯ মিনিটের গোলেই জয় পায় ব্রাজিল। ম্যাচের শুরুতে রাফিনিয়ার পেনাল্টি গোলের মাধ্যমে ব্রাজিল এগিয়ে যায়, তবে বিরতির আগে লুইজ দিয়াজের গোলের কারণে ১-১ সমতা ফিরে আসে। দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করেও কোনো দলই গোল পায়নি, তবে ইনজুরি টাইমের শেষ মুহূর্তে রাফিনিয়ার পাস থেকে ভিনিসিয়ুস দুর্দান্ত শটে জয় নিশ্চিত করেন।

এই জয়ে ব্রাজিল ২১ পয়েন্ট নিয়ে উরুগুয়েকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে, আর শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে আছে তারা।

রাজু

×