ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

হামজার বাংলাদেশকে ভয় পাচ্ছে ভারত

প্রকাশিত: ০৬:২৯, ২১ মার্চ ২০২৫

হামজার বাংলাদেশকে ভয় পাচ্ছে ভারত

ছবি: সংগৃহীত

আসন্ন এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ভারতের শিলংয়ে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশের ফুটবল তারকা হামজা চৌধুরীকে নিয়ে ভারতীয় ফুটবল মহলে চলছে ব্যাপক আলোচনা। ভারতের বিপক্ষে বাংলাদেশের ২৫ মার্চ অনুষ্ঠিত প্রথম ম্যাচটি নিয়ে আগ্রহের পাশাপাশি, হামজা চৌধুরীকে ঘিরে বিশেষভাবে উদ্বিগ্ন ভারতীয়রা।

২০১৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তান দলের সদস্য হিসেবে অংশগ্রহণ করা ইংলিশ ক্লাব ফুলহ্যামের জেশ রহমানের মতো জনপ্রিয়তার চেয়ে অনেক বেশি মাতামাতি হচ্ছে হামজা চৌধুরীকে নিয়ে। বর্তমানে তিনি ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা এক প্রিমিয়ার লিগ ফুটবলার। তার সাফল্য এবং জনপ্রিয়তার কারণে তাকে নিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ভারতের বিপক্ষে ২৫ মার্চের বাছাই পর্বের ম্যাচের জন্য গতকাল বাংলাদেশ দল কলকাতা হয়ে শিলং পৌঁছেছে। কলকাতা বিমানবন্দরে ট্রানজিটে থাকা অবস্থায় হামজা চৌধুরীর সঙ্গে ছবি তোলার জন্য উপস্থিত জনতা মোবাইলে তার ছবি তোলার জন্য উঠে পড়ে লেগেছিল। শিলং পৌঁছানোর পর বাংলাদেশ দলের সদস্যরা তাদের হোটেলে ওঠার সময়ও হামজাকে ঘিরে একই মাতামাতি দেখা গেছে। হোটেল লবিতে উপস্থিত থাকা ভারতীয়রা হামজার সাথে ছবি তুলতে ব্যস্ত ছিল।

ভারতীয় ফুটবল বিশেষজ্ঞ এবং কোচ মানোলো মার্কুয়েজ বলেন, "হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগ ছেড়ে চ্যাম্পিয়নশিপ লিগে শেফিল্ড ইউনাইটেডে খেললেও তিনি একটি অসাধারণ ফুটবলার। বাংলাদেশ দলের পারফরম্যান্স গত কয়েক বছর ধরে দুর্দান্ত, এবং আমি বিশ্বাস করি, ভারত ও বাংলাদেশ দু'টি দলের জন্যই ম্যাচটি কঠিন হবে।"

বাংলাদেশ ফুটবল দল শিলং পৌঁছানোর পর বুধবার কোনো অনুশীলন করেনি। তবে আজ, শুক্রবার, প্রথমবার মাঠে নামবে জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী সহ অন্যান্য খেলোয়াড়রা। ২৫ মার্চ অনুষ্ঠিত হবে এশিয়া কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচটি।
 

কানন

×