
স্প্রিন্টার জহির রায়হান
ওয়ার্ল্ড এ্যাথলেটিক্স ইনডোর চ্যাম্পিয়নশিপে খেলতে একদিন আগেই চীনের নানজিংয়ে পৌঁছেছেন দেশের ৪০০ মিটার স্প্রিন্টে অপ্রতিদ্বন্দ্বী এ্যাথলেট জহির রায়হান।
কাল শুক্রবার পরীক্ষা দেবেন নৌবাহিনীর এই স্প্রিন্টার। নানজিংয়ের ইয়ুথ অলিম্পিক স্পোর্টস পার্কে বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৯ মিনিটে খেলা তার। তিন নম্বর হিটের দুই নম্বর লেনে দৌঁড়াবেন জহির।
২০২৪ সালে ইরানের তেহরানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রৌপ্যপদক জিতেছিলেন তিনি। এবার বিশ্ব আসরেও পদকের প্রত্যাশা করছেন তিনি।
নানজিং থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জহির বলেন, ‘আজ (২০ মার্চ) স্টেডিয়ামের পাশের মাঠে অনুশীলন করেছি। শুক্রবার সকালে ট্র্যাকে নামব। সবাই আমার জন্য দোয়া করবেন।’
রুমেল/আশিক