
ছবি: সংগৃহীত
২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের জয় নিয়ে আশাবাদী দলের কোচ মরিসিও পচেত্তিনো। তার বিশ্বাস, দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তায় শিরোপা জিততে সক্ষম হবে দলটি। আয়োজক দেশ হওয়ায় স্বাগতিক সুবিধা পাওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের জয়ের মানসিকতাই তাদের এগিয়ে রাখবে বলে মনে করেন তিনি।
১৯৩০ সালের উদ্বোধনী বিশ্বকাপে তৃতীয় হয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর দীর্ঘ সময় বিশ্বকাপে তেমন কোনো সাফল্য আসেনি তাদের। এমনকি কোপা আমেরিকার আয়োজক হয়েও গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পারেনি দলটি। তবে এবার পচেত্তিনো বিশ্বাস করেন, ইতিহাস বদলাতে পারে। স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার মনে হচ্ছে, প্রেসিডেন্টের সমর্থন এবং আয়োজক হিসেবে থাকার ফলে যেকোনো কিছু সম্ভব। আমরা শিরোপা জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামবো। আমেরিকা যখন কোনো কিছুর সঙ্গে জড়ায়, সেটা স্পোর্টস হোক বা অন্য কিছু, তারা তা আদায় করে নেয়।”
ট্রাম্পকেও নিয়মিত দেখা যায় ক্রীড়াঙ্গনে। গত এক মাসেই ১১টি এনএফএল স্টেডিয়াম পরিদর্শন করেছেন তিনি। এছাড়া নিউ অরলিন্সে সুপার বোল এবং ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ইউএফসি ইভেন্টেও উপস্থিত ছিলেন। এমনকি নির্বাচনে জয়ী হওয়ার পর আর্মি-নেভি গেমেও অংশ নিয়েছিলেন তিনি।
সব মিলিয়ে, ২০২৬ বিশ্বকাপ নিয়ে দারুণ আশাবাদী যুক্তরাষ্ট্র। কোচ পচেত্তিনো ও প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতি যে দলকে অনুপ্রাণিত করবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার বিশ্বকাপে নিজেদের প্রভাব দেখাতে প্রস্তুত টিম ইউএসএ।
আসিফ