
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে মালদ্বীপের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে ভারত। সেই প্রস্তুতি তারা সফলভাবেই সম্পন্ন করেছে, প্রতিপক্ষকে ৩-০ গোলে পরাজিত করে। তবে ম্যাচ শেষে একটি দুঃসংবাদ এসেছে, যা ভারতীয় শিবিরে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ মানোলো মার্কেজ নিশ্চিত করেছেন যে দলের তারকা খেলোয়াড় ব্র্যান্ডন ফার্নান্ডেজ ইনজুরিতে পড়েছেন। ফলে তিনি বাংলাদেশের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ চলাকালীন হাঁটুতে চোট পান তিনি। ম্যাচের ৩৭তম মিনিটে চোট এতটাই গুরুতর হয়ে ওঠে যে তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ মানোলো মার্কেজ বলেন, ‘না, ব্র্যান্ডন নিশ্চিতভাবেই খেলতে পারবে না। এটি আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ গত কয়েক দিনের মধ্যে আমরা তিনজন খেলোয়াড়কে হারিয়েছি। তবে আমরা নতুন খেলোয়াড় দলে ডাকবো। ব্রিসন আজ গ্যালারিতে ছিল, দেখা যাক আর কাকে নেওয়া যায়।’
অন্যদিকে, এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে বৃহস্পতিবার (২০ মার্চ) ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছে বাংলাদেশ দল। প্রথমে তারা কলকাতায় যাবে, এরপর সেখান থেকে গোহাটির কানেক্টিং ফ্লাইট ধরবে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।
এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতা সম্পন্ন হামজা চৌধুরীর দলে যোগ দেওয়ায় বাংলাদেশ শিবিরে আত্মবিশ্বাস বেড়েছে। এছাড়া, দলে রয়েছেন অভিজ্ঞ জামাল ভূঁইয়া, তপু বর্মণদের মতো খেলোয়াড়রাও। সব মিলিয়ে ভারতের বিপক্ষে ভালো ফলের আশায় বুক বাঁধছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।
আসিফ