
অবশেষে অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। লাল-সবুজের জার্সিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চলেছেন হামজা চৌধুরি। প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা থাকায় স্বভাবতই হামজা এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত অ্যাথলেট। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার চোখে হামজা বাংলাদেশের লিওনেল মেসি।
বুধবার (১৯ মার্চ) আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে হামজাকে পরিচয় করিয়ে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংবাদ সম্মেলনে হামজার সঙ্গে উপস্থিত ছিলেন জামাল ভূঁইয়াও।
জামাল বলেন, আপনারা সবাই খুশি, কারণ হামজা আসছে। আসলে আমি যেটা (ডেনমার্ক থেকে বাংলাদেশে আসা) শুরু করেছি, সেটা অন্য ফুটবলারদের জন্য প্রেরণা জুগিয়েছে। তারা আসছে বাংলাদেশের হয়ে খেলতে। আর হামজা তো বাংলাদেশের মেসি।
ফুটবল বিশ্বের অন্যতম দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সঙ্গে পাল্লা দিয়ে জাতীয় দলের হয়ে গোল করা সুনীল ছেত্রী দক্ষিণ এশিয়ার বড় তারকা। এদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে অবসর ভেঙে আবারও ভারতীয় দলে ফিরেছেন তিনি। হামজার সঙ্গে সুনীলের তুলনা টানতেও নারাজ জামাল। উলটো মনে করিয়ে দেন, হামজা ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা থাকা এক খেলোয়াড়।
তিনি বলেন, সুনীল ছেত্রী একজন ভালো খেলোয়াড়। তবে, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলোয়াড় তো নয়। আমাদের ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় (হামজা) আছে।
উল্লেখ্য, আগামী মঙ্গলবার (২৫ মার্চ) শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশকে আতিথ্য দেবে ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক অভিষেক হবে হামজা চৌধুরীর।
সাজিদ