
বাংলাদেশ ফুটবল দলের আনুষ্ঠানিক ফটোসেশন
জয়ের লক্ষ্য নিয়ে আজ ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি খেলার লক্ষ্যে আজ সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে উড়াল দেবেন লাল-সবুজের প্রতিনিধিরা।
এর আগে বুধবার জাতীয় ফুটবল দলের ভারত সফর উপলক্ষে আনুষ্ঠানিক ফটোসেশন ও অনুশীলন হয়েছে। রাজধানীর একটি হোটেলে অফিসিয়াল ফটোসেশনে অংশ নেন নতুন তারকা হামজা চৌধুরীসহ পুরো বাংলাদেশ দল। সেখানেই হয় সংবাদ সম্মেলন।
সংবাদ সম্মেলনে দলের লক্ষ্য, ফাহমিদুল ইসলাম নিয়ে বিতর্কসহ বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে। এসব আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাতটায় বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন সেশন করে বাংলাদেশ দল। সেখানে হামজাকে নিয়ে ছিল বাড়তি উত্তেজনা।
ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে ভারতের বিরুদ্ধে প্রাথমিক স্কোয়াডে রেখেছিলেন বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ জ্যাভিয়ের কাবরেরা। তার অধীন বাংলাদেশ দল সৌদি আরবে এক সপ্তাহ ক্যাম্প করে। সেখানে অনুশীলন ম্যাচও খেলেছে একটি। এরপরও আকস্মিকভাবে কোচ ফাহমিদুলকে দল থেকে বাদ দেওয়ায় সমর্থক-ফুটবলপ্রেমীরা ক্ষোভে ফেটে পড়েছেন।
টানা দ্বিতীয় দিনের মতো ফাহমিদুলকে দলে ফেরাতে আন্দোলন করছেন ভক্ত-সমর্থকরা। তবে এরই মধ্যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ কাবরেরা অকপটেই জানিয়ে দিয়েছেন, এখন আর ফাহমিদুলকে ফেরানোর সুযোগ নেই। সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, ফাহমিদুল ঢাকা আসেনি। সে সৌদিতে এক সপ্তাহ আমাদের সঙ্গে ক্যাম্পে ছিল। সে মেধাবী খেলোয়াড় তবে আরও কিছু সময় প্রয়োজন। আমি গত এক মাস ধরে অনুসরণ করছি তাকে। আমি তাকে খুব ভালোভাবেই চিনি।
সে আমাদের সঙ্গে এক সপ্তাহ ছিল। তবে আমার মনে হয়েছে তার আরও সময় দরকার। তাই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। সে প্রতিভাবান খেলোয়াড়, খুবই তরুণ। তবে ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার জন্য বাকি যারা আছে তারা তার চেয়ে বেশি প্রস্তুত।
কোচের এমন বক্তব্যের পক্ষে নিজের অবস্থান জানিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি বলেন, একজন খেলোয়াড় ভালো করতে পারে, খারাপও করতে পারে। ফাহমিদুল আসলেই ভালো অনুশীলন করেছে কোচ যেটা বলছেন। তবে সে এখনো প্রস্তুত নয় খেলার জন্য। আমাকে সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাতে হবে। আশা করি আগামীতে সে আরও ভালো করবে এবং জাতীয় দলে জায়গা করে নেবে। ফুটবলে কোচ সর্বেসর্বা।
তিনিই খেলোয়াড় ডাকা, বাদ দেওয়া ও একাদশ বদলের সকল ক্ষমতা। কাবরেরা বাংলাদেশের ফুটবলে গত তিন বছরে প্রাথমিক দলে এমন খেলোয়াড় ডাকেন যারা লিগে নিয়মিত খেলেন না। আবার যারা লিগে নিয়মিত খেলেন তারা ডাক পান না। এ সকল কারণে ফাহমিদুলের বাদ পড়াটা প্রশ্নের মুখে পড়েছে।
অন্যদিকে বুধবার রাজধানীর নগর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবলের নতুন সম্ভাবনা হামজা চৌধুরী। এ সময় তার সঙ্গে উপস্থিত হয়ে ফুটবলে সৃষ্ট চলমান সংকট নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রতি আধুনিক ধারার দৃষ্টিভঙ্গি এবং আমূল পরিবর্তন নিয়ে আসার প্রয়াসকে প্রশংসিত করে ক্রীড়া উপদেষ্টাকে সাধুবাদ জানান হামজা। বাংলাদেশ ফুটবলকে নিয়ে নতুন সম্ভাবনার কথা শুনিয়ে হামজা চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমি আপ্লুত, দেশের ফুটবলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে। হামজার অন্তর্ভুক্তি দেশের ফুটবলের জন্য আশা জাগানিয়া উল্লেখ করে উপদেষ্টা বলেন, হামজার মতো খেলোয়াড়ের উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপের কারণ হবে।
ফাহমিদুল প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেন, ফুটবল ফেডারেশনে সিন্ডিকেট করার কোন সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী সবাই যার যার জায়গা করে নেবে, এমন কোনো কিছুর আভাস মিললে ব্যবস্থা নেবে ফেডারেশন। সিন্ডিকেট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনিত অভিযোগ ও ফাহমিদুলের বাদ পড়া প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনো সুযোগ নেই। প্লেয়ার সিলেকশনে যেন স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার কেউ না হোন সে বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে, এ বিষয়ে দুর্নীতির প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।