
বিরাট কোহলি। ভারত তো বটেই বিশ্ব ক্রিকেটেরই মহাতারকা। ভারতের হয়ে বিশ্বকাপ, টি২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফিসহ জিতেছেন পাঁচ পাঁচটি আইসিসির শিরোপা। আছে এশিয়া কাপও। ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিলেও গত ১৭ আসরে এখনো পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপাটা ছুঁয়ে দেখা হয়নি!
২০০৮ সালে সেই শুরু থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৮ নাম্বার জার্সি পরে খেলেন ভারতীয় কিংবদন্তি। ১৮তম আসরে এসে শিরোপার স্বাদ মিলবে? সেই প্রশ্ন সময়ের হাতে তোলা থাকল।
তবে রেকার্ড-ইতিহাস ডাকছে মেগা স্টারকে:
১. টি-টোয়েন্টিতে কোহলির সেঞ্চুরি ৯টি— যার মধ্যে ৮টি ফ্র্যাঞ্চাইজি ও ১টি আন্তর্জাতিক ম্যাচে। প্রথম ভারতীয় হিসেবে ১০ সেঞ্চুরির হাতছানি তার সমানে। ২০১৬ সালে আইপিএলে নিজের প্রথম শতক হাঁকান কোহলি।
২. এবারই আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি করতে পারেন কোহলি। শীর্ষে আছেন ডেভিড ওয়ার্নার। তার ৬৬টি হাফসেঞ্চুরি আছে। আর তিনটি ফিফটি হলেই ওয়ার্নারের রেকর্ড ভেঙে দেবেন কোহলি।
৩. ফিল্ডার হিসাবে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ডের সামনে কোহলি। এখনও পর্যন্ত এই রেকর্ড আছে এবি ডি ভিলিয়ার্সের (১১৮)। কোহলির ১১৪টি। অর্থাৎ আর পাঁচটি ক্যাচ নিলেই রেকর্ডটি তার হয়ে যাবে। গত মৌসুমে তিনি ৮টি ক্যাচ নিয়েছিলেন।
৪. আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসাবে ১০০০টি বাউন্ডারি হাঁকানোর রেকর্ড ডাকছে কোহলিকে। এখন তার ঝুলিতে আছে ৯৭৭টি বাউন্ডারি, যার মধ্যে ৭০৫টি চার এবং ২৭২টি ছক্কা। অর্থাৎ কোহলির আর ২৩টি বাউন্ডারি দরকার।
৫. একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি ফরম্যাটে ১৩ হাজার রান করার হাতছানি কোহলির সামনে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় কোহলির সামনে এখন আইপিএলই ভরসা। এবারের মৌসুমে ২৯৩ রান করলেই তিনি এই কীর্তি গড়বেন।
২০২৫ আইপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বেঙ্গালুরু। শনিবার ইডেন গার্ডেনসে তাদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। এবারের আসরে বেঙ্গালুরুকে নেতৃত্ব দিবেন রজত পাতিদার।
মিরাজ/আশিক