
ছবি: সংগৃহীত
বর্তমানে, ২০২৪-২০২৫ মৌসুমে, তারা পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। তবে, লিগ শিরোপা নিশ্চিত হওয়ার সময় নির্ভর করে বাকি ম্যাচগুলোর ফলাফল এবং প্রতিদ্বন্দ্বী দলগুলোর পারফরম্যান্সের উপর।
লিভারপুল বর্তমানে প্রিমিয়ার লিগের শীর্ষে রয়েছে। ৯টি ম্যাচ বাকি থাকতেই তারা দ্বিতীয় স্থানের দলের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে আছে। এতে তারা ২০তম বার ইংলিশ চ্যাম্পিয়ন হওয়ার পথে হাটছে। যদি লিভারপুল তাদের পরবর্তী কয়েকটি ম্যাচ জিতে এবং প্রতিদ্বন্দ্বী দলগুলো পয়েন্ট হারায়, তাহলে তারা কয়েক সপ্তাহ আগেই শিরোপা নিশ্চিত করতে পারবে।
সব দলই এখন পর্যন্ত ২৯টি ম্যাচ খেলেছে, লিগে এখনো ৯টি ম্যাচ বাকি এবং ২৭টি পয়েন্ট জেতার সুযোগ রয়েছে। লিভারপুল বর্তমানে ১২ পয়েন্ট এগিয়ে রয়েছে আর্সেনালের চেয়ে। তবে, আর্সেনাল আগামী ১লা এপ্রিল ফুলহ্যামের বিপক্ষে ম্যাচ খেলবে। যদি আর্সেনাল সেই ম্যাচে জেতে, তাহলে লিভারপুলের সাথে তাদের পয়েন্টের ব্যবধান ৯-এ নেমে আসবে।এরপর ২রা এপ্রিল লিভারপুল এভারটনের বিপক্ষে খেলবে। যদি লিভারপুল সেই ম্যাচে জয় পায়, তারা আবার ১২ পয়েন্টের ব্যবধান তৈরি করতে পারবে।
লিভারপুলের শিরোপা নিশ্চিত করতে প্রয়োজন হবে, তাদের বাকি ৯টি ম্যাচ থেকে মাত্র ১৬ পয়েন্ট। এতে তাদের মোট পয়েন্ট হবে ৮৬। কারণ, আর্সেনাল যদি তাদের বাকি সব ম্যাচ জিতেও, তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে ৮৫। তবে, আর্সেনালের সব ম্যাচ জেতার সম্ভাবনা কম, তাই সম্ভবত লিভারপুলকে তার চেয়েও কম পয়েন্টেই শিরোপা নিশ্চিত করতে হতে পারে।
লিভারপুল তাড়াতাড়ি শিরোপা নিশ্চিত করতে পারবে গেমউইক ৩২-এ, অর্থাৎ ১৩ এপ্রিল, রবিবার।এটা নির্ভর করছে তাদের পরবর্তী তিনটি ম্যাচের ফলাফলের উপর, পাশাপাশি আর্সেনাল ও নটিংহ্যাম ফরেস্টের পারফরম্যান্সের উপরও। যদি লিভারপুল জয় ধরে রাখে এবং প্রতিদ্বন্দ্বীরা পয়েন্ট হারায়, তাহলে তারা আরও আগেও চ্যাম্পিয়ন হতে পারে।
যদি আর্সেনাল ও লিভারপুল সব ম্যাচ জেতে এমন পরিস্থিতিতে শিরোপার লড়াই গড়াবে মে মাসের ৩ তারিখ পর্যন্ত। সেদিন আর্সেনাল মুখোমুখি হবে এএফসি বোর্নমাউথের (ঘরে)।লিভারপুল খেলবে চেলসির বিপক্ষে (বাইরে)।এই ম্যাচগুলোর ফলাফলই তখন শিরোপার ভাগ্য নির্ধারণ করবে।
এক্ষেত্রে লিভারপুলের জন্য দ্রুততম পথ হলো তাদের নিজেদের ম্যাচ জেতা এবং আর্সেনাল ও ফরেস্টের পয়েন্ট হারানোর উপর নির্ভর করা। অন্যথায়, লড়াই মে মাস পর্যন্ত গড়াবে।
https://www.espn.in/football/
মেহেদী হাসান