
ছবি: সংগৃহীত
পাকিস্তান জাতীয় ক্রিকেট দল আবারও ব্যর্থতার শিকার। ২০২৩ সাল থেকে টানা তিনটি আইসিসি টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই বাজেভাবে বিদায় নিয়েছে "ম্যান ইন গ্রিন"রা। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও তারা ছিটকে গেছে, এবং সেটা নিজেদের ঘরের মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্ট থেকে।
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তানের বিদায় নিয়ে অনেক সমালোচনা উঠেছে। তবে এই সমালোচনাকে মাথায় রেখেই নতুন উদ্যমে মাঠে ফিরেছিল পাকিস্তান। তারা বর্তমানে নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। এই সিরিজে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানকে বাদ দেওয়া হয়েছে, যা আরও বেশি আলোচনা সৃষ্টি করেছে।
তবে বাবর-রিজওয়ানদের বাদ দিয়েও পাকিস্তান সাফল্য অর্জন করতে পারেনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে তারা বাজেভাবে হেরেছে, যার ফলে সমালোচনার ঝড় আরও বেড়ে গেছে।
এদিকে, সমালোচনার মুখে মেজাজ হারিয়েছেন পাকিস্তানি পেসার হারিস রউফ। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, "পাকিস্তানে খেলোয়াড়দের সমালোচনা করা এখন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিছু মানুষ আছেন যারা শুধু আমাদের হার দেখতে অপেক্ষা করেন, যাতে তারা সমালোচনা করতে পারেন।" তিনি আরও বলেন, "যখন তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়, তখন অন্য দেশগুলোর মতো আমাদেরও ১০-১৫টি ম্যাচ খেলার সুযোগ দেওয়া উচিত। আন্তর্জাতিক ক্রিকেটে শুরুতেই সংগ্রাম করতে হয়, কিন্তু পাকিস্তানে এটি যেন স্বাভাবিক হয়ে গেছে।"
শিহাব