ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

আইপিএলের উদ্বোধনীতে থাকছেন বলিউড কিং শাহরুখ খানসহ একঝাঁক তারকা

প্রকাশিত: ১৬:০৬, ১৯ মার্চ ২০২৫; আপডেট: ২০:৪১, ১৯ মার্চ ২০২৫

আইপিএলের উদ্বোধনীতে থাকছেন বলিউড কিং শাহরুখ খানসহ একঝাঁক তারকা

কলকাতার ইডেন গার্ডেনে ২২ মার্চ পর্দা উঠছে  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)এর উদ্বোধনী অনুষ্ঠান। ১৮ তম এই আসরে দেখা যাবে একঝাঁক তারকাকে। বলিউড কিং শাহরুখ খান,সালমান খান অরিজিৎ সিং সহ উদ্ধোধনী অনুষ্ঠানে থাকছেন অন্যান্য তারকারা।

প্রথম ম্যাচে স্বাগতিক কেকেআরের মুখোমুখি হবে রয়েল চ্যালেঞ্জ বেঙ্গেলুরু। তার আগেই হবে উদ্বোধনী অনুষ্ঠান। এবারের অনুষ্ঠানে বিশেষ চমক রাখছেন ভারতীয় ক্রিকেট বোর্ড( বিসিসিআই)। আগামী শনিবার  ইডেনে একসঙ্গে উপস্থিত থাকবেন শাহরুখ খান ও বলিউড ভাইজান সালমান খান। শাহরুখ আসবেন নিজের দল কেকেআরের খেলোয়াড়দের উৎসাহ  দিতে।২০২৪ আইপিএল জেতা দল কেকেআর মাঠ মাতাবেন এবারও শিরোপা ধরে রাখতে।

বলিউড ভাইজান সালমান আসবেন নিজের নতুন ছবি ‘সিকান্দার’-এর প্রচারে।অভিনেত্রী দিশা পাটানি,শ্রদ্ধা কাপুর,নোরা ফাতেহিসহ অনেকে তাদের নিজিস্ব ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া অতিথির তালিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, সাইফ আলী খান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিত, কারিনা কাপুর খান, সারা আলী খান, উর্বশী রাউতেলা, আয়ুষ্মান খুরানারা। তবে এসব তারকারা উপস্থিত থাকবেন খেলা দেখতে, তাঁরা পারফর্ম করবেন কি না, তা নিশ্চিত নয়।

এবারের আসরে অংশ নিচ্ছে ১০টি দল—চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স, লক্ষ্‌ণৌ সুপার জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ।১০ টি নিয়মিত ভেন্যুর পাশাপাশি গুয়াহাটি ও  ধর্মশালাতেও ম্যাচ অনুষ্ঠিত হবে। মোট ৭৪টি ম্যাচ ১৩টি ভেন্যুতে খেলবে দলগুলো। আইপিএলের গ্র্যান্ড ফাইনাল হবে আগামী ২৫ মে ইডেন গার্ডেনে।

মেহেদী হাসান

×