
এক ফ্রেমে মেসি-নেইমার
পরিস্থিতি ভিন্ন তবে প্রেক্ষাপট এক। বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথের আগে উত্তাপ বাড়িয়ে দিয়েছিলেন নেইমার। আল হিলালে দীর্ঘ দুঃসহ স্মৃতি ভুলে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেই ঝলক দেখাতে শুরু করেছিলেন ব্রাজিলিয়ান আইকন। জাতীয় দলে ফিরেছিলেন প্রায় দেড় বছর পর। অন্যদিকে মিয়ামির জার্সিতে যথারীতি ঝলমলে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক লিওনেল মেসি।
নড়েচড়ে বসছিল বিশ্বজুড়ে অগণিত ফুটবলপ্রেমী। কিন্তু চাইলেন না ফুটবল বিধাতা! দুই তারকাই ছিটকে গেলেন শেষ মুহূর্তে। ২ মার্চ ব্রাগান্তিনোর বিপক্ষে সান্তোসের ‘২-০’ গোলের জয়ের দিনে পেশিতে চোট পান নেইমার। আর সোমবার আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে পিছিয়ে পড়া মিয়ামিকে দুর্দান্ত এক গোলে সমতায় ফিরিয়েছিলেন মেসি, পরে তার দল জিতেছে ২-১ ব্যবধানে। এরপরই পেশির (অ্যাবডাক্টর) ব্যথা মাথাচাড়া দিয়ে ওঠায় ছিটকে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক।
আর্জেন্টিনা ২৬ সদস্যের যে চূড়ান্ত দল ঘোষণা করেছে, সেখানে মেসির পাশাপাশি পাওলো দিবালা, গঞ্জালো মন্তিয়েল, জিওভানি লো সেলসোর মতো তারকারাও নেই। ২২ মার্চ বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে আর্জেন্টিনা খেলবে উরুগুয়ের বিপক্ষে। এই ম্যাচটি হবে মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে। আর বুয়েন্স এইরেসে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হবে ২৬ মার্চ। সেদিন বাংলাদেশ সময় সকাল ৬টায় এস্তাদিও মাস মনুমেন্তাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুইটি।
লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে ১২ ম?্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১ নম্বরে আর্জেন্টিনা। সমান ম্যাচ ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উরুগুয়ে। ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে পাঁচবারের বিশ্ব চ?্যাম্পিয়ন ব্রাজিল। আর্জেন্টিনা ম্যাচের আগে ২১ মার্চ কলম্বিয়ার মুখোমুখি হবে দরিভাল জুনিয়রের দল। আটলান্টা ম্যাচে আগে তিন ম?্যাচ বাইরে থাকা ৩৭ বছর বয়সি মহাতারকাকে নিয়ে ঝুঁকি নিতে চান না বস স্কালোনি।
এমন দুইটি ম্যাচে খেলতে না পারার আক্ষেপ আর্জেন্টাইন অধিনায়কের, ‘জাতীয় জার্সিতে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে দুইটি বিশেষ ম্যাচ খেলতে না পারা আসলেই দুঃখজনক। বরাবরের মতো আমি সেখানে থাকতে চেয়েছিলাম। কিন্তু শেষ মুহূর্তে চোট খেলা থেকে আবার বিরতি নিতে বাধ্য করেছে। দল থেকে ছিটকে দিয়েছে। এখান থেকেই দলকে উৎসাহ দেব এবং আরেকজন ভক্তের মতোই দলকে সমর্থন দেব।’ ইনস্টাগ্রামে লিখেছেন মেসি।
নেইমার ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর এক বছরের বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন। সম্প্রতি শৈশবের ক্লাব সান্তোসে ফিরে ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন এই তারকা। দলটির হয়ে ব্রাজিলের ফুটবল লিগে ৭ ম্যাচে গোল করেছিলেন ৩টি। করিয়েছেন আরও ৩টি। ১৬ মাস পর দলে ফিরেছিলেন।