ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

হয়েছেন জোনাল চ্যাম্পিয়নও

আন্তর্জাতিক মাস্টার হয়ে বিশ্বকাপে ওয়াদিফা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:৩৪, ১৯ মার্চ ২০২৫

আন্তর্জাতিক মাস্টার হয়ে বিশ্বকাপে ওয়াদিফা

ওয়াদিফা আহমেদ

১৯৮৫ সালে রানী হামিদ, ২০০৯ সালে শামীমা সুলতানা লিজা, ২০১৯ সালে শিরিন সুলতানা। এরপর ২০২৫ সালে ওয়াদিফা আহমেদ। মঙ্গলবার বাংলাদেশী দাবাড়ু ওয়াদিফার জন্য দিনটা ‘মঙ্গলময়’ ছিল। কেননা এদিন তিনি একসঙ্গে তিন-তিনটি অর্জন হাসিল করেছেন।

শ্রীলঙ্কার কলম্বোতে এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপে মহিলা বিভাগে বাংলাদেশের ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ শেষ রাউন্ডে বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদের সঙ্গে ড্র করে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছেন, বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক নারী মাস্টার হয়েছেন এবং পরবর্তী নারী বিশ্বকাপে অংশগ্রহণ করা নিশ্চিত করেছেন।
ওয়াদিফা এই অর্জনের পর বলেছেন, ‘ওশিনিকে আমি হারিয়েছি। শেষ রাউন্ডে ওশিনি জিতলেও টাইব্রেকে আমার চ্যাম্পিয়নশিপ নিশ্চিত। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিশ্বকাপেও খেলব এবং মহিলা আন্তর্জাতিক মাস্টারও হলাম। অসাধারণ লাগছে সবকিছু মিলিয়ে।’
মহিলা আন্তর্জাতিক মাস্টার হতে ২২০০ রেটিং ও তিনটি নর্ম প্রয়োজন হয়। ওয়াদিফা গত বছর হাঙ্গেরিতে একটি মহিলা আইএম নর্ম পেয়েছিলেন। এশিয়ান জোনাল বা বিশ্বকাপ বাছাইয়ে ফিদে মাস্টার কেউ চ্যাম্পিয়ন হলে সরাসরি আইএম টাইটেল খেতাব পাওয়া যায়। এতে নর্ম পূরণের শর্ত থাকে না আবার রেটিংও ২২০০’র পরিবর্তে ২০০০ হলেই হয়। ওয়াদিফার রেটিং এখন ২০৯১। ফলে তার মহিলা আন্তর্জাতিক মাস্টার টাইটেল পাওয়ায় কোনো বাধা নেই। 
এখনো স্কুলের গ-ি পেরুননি দশম শ্রেণির শিক্ষার্থী ওয়াদিফা, ‘আমার প্রাথমিক লক্ষ্য দেশের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার হওয়া। এর পরের লক্ষ্য গ্র্যান্ডমাস্টার। আমি লক্ষ্যপূরণে শতভাগ চেষ্টা করব।’ মহিলা গ্র্যান্ডমাস্টার হতে হলে ২৪০০ রেটিং ও তিনটি মহিলা গ্র্যান্ডমাস্টার নর্ম প্রয়োজন। গ্র্যান্ডমাস্টার হতে ২৫০০ রেটিং ও তিনটি গ্র্যান্ডমাস্টার নর্ম লাগে।
কলম্বোতে অনুষ্ঠিত বিশ^কাপ দাবা ও বিশ^ মহিলা কাপ দাবার কোয়ালিফায়িং এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন ও মহিলা উভয় বিভাগেই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে শিরোপা অক্ষুণœ রেখেছে। ওপেন গ্রুপে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও মহিলা বিভাগে মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ উভয়েই অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।

আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে ওপেন বিভাগের শিরোপা এবং মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে মহিলা বিভাগের শিরোপা জয় করেন। মহিলা বিভাগে ফিদে মাস্টার ওয়াদিফা ও শ্রীলঙ্কার আন্তর্জাতিক মাস্টার গুনাবর্ধানা  দিভিনদিয়া ওশিনি উভয়েই ৭ পয়েন্ট করে অর্জন করায় টাইব্রেকিং পদ্ধতিতে তাদের স্থান নির্ধারিত করা হয়। ওয়াদিফা চ্যাম্পিয়ন হওয়ায় তিনি সরাসরি মহিলা আন্তর্জাতিক মাস্টারের খেতাব পাবেন এবং একইসঙ্গে আগামী জুলাইয়ে জর্জিয়ার বাতুমিতে অনুষ্ঠেয় মহিলা বিশ^কাপে অংশগ্রহণের সুযোগ পাবেন। 
আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় আগামী ৩১ অক্টোবর হতে শুরু হওয়া বিশ^কাপ দাবায় অংশগ্রহণের সুযোগ পাবেন। 
ওপেন বিভাগ সাড়ে ছয় পয়েন্ট করেন চার খেলোয়াড় টাইব্রেকিং পদ্ধতিতে এদের মধ্যে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া রানারআপ, শ্রীলঙ্কার লিয়ানাগে রানিনদু দিলশান তৃতীয়, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান চতুর্থ ও ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান পঞ্চম স্থান লাভ করেন। তাহসিন এ ইভেন্ট হতে একটি আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জন করেছেন, এটি তার দ্বিতীয় আন্তর্জাতিক মাস্টারের নর্ম।

×