ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

গ্রামের মানুষদের ‘ঈদ উপহার’ দিলেন হামজা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:২২, ১৯ মার্চ ২০২৫

গ্রামের মানুষদের ‘ঈদ উপহার’ দিলেন হামজা

হবিগঞ্জের বাহুবলে স্নানঘাটের বাড়িতে অসহায়-দরিদ্র মানুষকে আর্থিক অনুদান দিচ্ছেন হামজা চৌধুরী

সৌদি আরবে দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্পে থাকলেও প্রাথমিক দলে জায়গা হলো না ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের। তাকে ছাড়াই শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রস্তুতি ম্যাচের ঘাটতি থাকলেও আধুনিক সুযোগ-সুবিধায় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন হেড কোচ জাভিয়ের ক্যাবরেরা। এদিকে বাংলাদেশে এসে ব্যস্ত সময় কাটিয়েছেন দলের প্রাণভোমরা হামজা চৌধুরী।

এলাকাবাসীর সঙ্গে কথা বলেছেন, জানিয়েছেন জাতীয় দলে খেলা নিয়ে তার কিছু কথা। মঙ্গলবার রাতে হবিগঞ্জ থেকে বিমানযোগে ঢাকা ফিরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে দলের সঙ্গে যোগ দিয়েছেন। এদিকে মঙ্গলবার বাফুফে ভবনের সামনে ‘বাংলাদেশী ফুটবল আলট্রাস’ সমর্থকগোষ্ঠী বিক্ষোভ প্রদর্শন করেছে ফাহমিদুলকে বাদ দেওয়ার কারণে।  
হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশে পা রাখাকে ঘিরে যে উত্তাপ ছড়িয়েছে, ফুটবল ভক্তদের মধ্যে, সে খবর মুহূর্তেই পৌঁছে গেছে সৌদি আরবের তায়েফে। মধ্যপ্রাচ্যের এই দেশে ১৩ দিন টানা অনুশীলন ও স্থানীয় ক্লাব দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন জামাল ভুঁইয়ারা। দেশে ফিরে দুইদিন অনুশীলন করে বাংলাদেশ উড়াল দেবে শিলংয়ে।
অন্যদিকে হবিগঞ্জের বাহুবলে নিজ গ্রাম স্নানঘাটে অসহায়-দরিদ্র মানুষের মাঝে ‘ঈদ উপহার’ হিসেবে আর্থিক অনুদান দিয়েছেন ইংলিশ ফুটবলে সুনাম কুড়ানো হামজা চৌধুরী। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নিজের পৈত্রিক বাড়িতে এলাকার দেড় শতাধিক মানুষের মাঝে প্রায় ১০ লাখ টাকা বিতরণ করেন তিনি। এ সময় হামজার বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরীসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। এ ছাড়া হামজা অর্থায়নে স্নানঘাট গ্রামে নির্মাণ করা হয়েছে এতিমখানা ও মাদ্রাসা। বিনামূল্যে সেখানে এতিম শিক্ষার্থীদের পড়াশুনার সুযোগ রয়েছে।
বিভিন্ন সময় বক্তব্যে জাতীয় দলের অনেক ফুটবলারই হামজার সঙ্গে দেখা করা এবং ম্যাচ খেলার জন্য মুখিয়ে থাকার কথা বলেছেন। যারা ক্যাম্পে আছেন তাদের সবার সৌভাগ্য হবে না হামজার সঙ্গে খেলার। তবে ঢাকায় ফিরে টিম হোটেলে হামজার সান্নিধ্য পাবেন প্রত্যেক ফুটবলারই। হামজা জানিয়েছেন, তিনি জাতীয় দলে ৮ নম্বর জার্সি পরতে ইচ্ছুক। মঙ্গলবার হবিগঞ্জে বাবার সঙ্গে ঘরের উঠানে উপস্থিত গ্রামবাসীদের হাতে টাকা তুলে দেন হামজা। অবশ্য আগেই এই আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি।
মঙ্গলবার রাতে সিলেটের হবিগঞ্জ থেকে ঢাকায় বিমানযোগে ফেরেন হামজা। যোগ দেন টিম হোটেলে। রিপোর্ট করেন ক্যাবরেরার ক্যাম্পে। তারপর আজ বুধবার এক সেশন অনুশীলন শেষে ২৩ জনের দল চূড়ান্ত করে শিলংয়ের উদ্দেশে বৃহস্পতিবার রওয়ানা দেবে লাল-সবুজ জার্সিধারীরা।
সৌদিতে ২৯ ফুটবলার নিয়ে কন্ডিশনিং ক্যাম্প করেছেন ক্যাবরেরা। মঙ্গলবার কোনো অনুশীলন সেশন ছিল না ফুটবলারদের। সারাদিন হোটেলে বিশ্রাম নিয়ে আজ বুধবার অনুশীলন সেশনে যোগ দেবেন ফুটবলাররা। অনুশীলন শেষে ২৩ জনের দল চূড়ান্ত করা হবে। যারা ভারতের বিপক্ষে সেই ম্যাচের জন্য শিলংয়ে যাবেন।
আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে লাল-সবুজের জার্সিতে অভিষেক হওয়ার কথা হামজার। স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচের ফলাফল কী হবে, সেটা আসন্ন ম্যাচে রেফারির শেষ বাঁশি বাজার পরই জানা যাবে। কিন্তু এর আগেই ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ। জাতীয় দলের রোস্টারে কেবল হামজার অন্তর্ভুক্তিতেই দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দলের সদস্য হয়ে গেছেন জামাল ভুঁইয়া-তপু বর্মণরা।
এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে সর্বোচ্চ প্রস্তুতির লক্ষ্য ছিল বাংলাদেশের। সেই পরিপ্রেক্ষিতে সৌদি আরবের তায়েফ শহরে অনুশীলন ক্যাম্প করে ক্যাবরেরার শিষ্যরা। প্রায় ১৩ দিনের ক্যাম্প শেষে দেশে ফিরছে জামাল-রাকিবরা। তায়েফে অনুশীলনের সঙ্গে প্রায় ৩টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের।

কিন্তু মাত্র ১টি প্রস্তুতি ম্যাচ খেলেছে দল। প্রতিপক্ষ ছিল স্থানীয় ক্লাব আল ওয়েদাত। বাফুফের পক্ষ থেকে ম্যাচের ফলাফল প্রকাশ না করলেও বলা হয়েছে বাংলাদেশ ইতিবাচক পারফরম্যান্স করেছে। তবে প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। এ ছাড়া আফ্রিকার দেশ সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও সেটি বাতিল হয়। তাই অনুশীলনেই সীমাবদ্ধ ছিল এবারের সৌদি সফর।
বাংলাদেশ কোচ ক্যাবরেরা অবশ্য সৌদি ক্যাম্পকে ইতিবাচকভাবে দেখছেন। তায়েফ ছাড়ার আগে তিনি বলেন, ‘খুবই ইতিবাচক ক্যাম্প ছিল। এখানে প্রায় দুই সপ্তাহ শীর্ষ সুযোগ-সুবিধায় অনুশীলন করেছি। সৌদি ফুটবল অ্যাসোসিয়েশনের সহায়তাকে আমরা খুবই সাধুবাদ জানাই। এখানে আমরা দারুণ প্রস্তুতি নিয়েছি। এরপর আমরা ঢাকায় এবং শেষ সপ্তাহে ভারতে গিয়ে চূড়ান্ত প্রস্তুতি নেব।’
সৌদি আরব থেকে ঢাকায় ফিরে ক্যাবরেরা বলেছেন, ‘ভারত অনেক শক্তিশালী দল। এ ম্যাচটি আমাদের জন্য কঠিনই হবে। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমরা ফিফটি-ফিফটি ম্যাচ প্রত্যাশা করতে পারি। ১২ দিন সৌদিতে উন্নতমানের সুযোগ-সুবিধার মধ্যে অনুশীলন করেছি। আমি খুবই খুশি সৌদির অনুশীলনে। এখন আমাদের সামনের দিকে তাকাতে হবে।’
হামজার বাংলাদেশে আগমন প্রসঙ্গে ক্যাবরেরা বলেন, ‘হামজা ইউরোপে খেলা ফুটবলার। টপ লিগে খেলার অভিজ্ঞতা আছে। হামজার আগমনে সবাই রোমাঞ্চিত। সবাই তার সঙ্গে অনুশীলনের ও ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছে। তার সঙ্গে সর্বদাই যোগাযোগ রেখে আসছিলাম। প্রতি সপ্তাহেই আমাদের কথা হয়েছে। সে জাতীয় দলে খেলার জন্য মুখিয়ে আছে। অবশ্যই এ ম্যাচে আমরা ভালো কিছু দেখতে পাব।’
ফাহমিদুলের বাদ পড়ার ব্যাখ্যা দিয়েছেন ক্যাবরেরা, ‘ফাহমিদুল ঢাকা আসেনি। সে সৌদিতে এক সপ্তাহ আমাদের সঙ্গে ছিল। সে মেধাবী খেলোয়াড় তবে আরও কিছু সময় প্রয়োজন। সৌদির অনুশীলনটা দলের সবার সঙ্গে তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সে ভালোও করেছে। এই মুহূর্তে অন্য খেলোয়াড়রা তার চেয়ে বেশি প্রস্তুত। তার আরও সময় প্রয়োজন।’

জাতীয় দলের ম্যানেজার আমের খান ফাহমিদুল সম্পর্কে বলেন, ‘কোচের সঙ্গে আলোচনা করেই সে তায়েফ থেকে ইতালি গেছে। জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াড হবে ২৩ জনের। কোচ সবকিছু বিচার-বিবেচনা করেই ফাইনাল স্কোয়াড ঠিক করবেন।’

×