ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

ফুটবল ও ধর্মীয় বিশ্বাস একসঙ্গে, রোজা রেখেই মাঠে নামবেন ইয়ামাল

প্রকাশিত: ২৩:২৩, ১৮ মার্চ ২০২৫; আপডেট: ২৩:২৮, ১৮ মার্চ ২০২৫

ফুটবল ও ধর্মীয় বিশ্বাস একসঙ্গে, রোজা রেখেই মাঠে নামবেন ইয়ামাল

ছবি: সংগৃহীত

মাত্র ১৭ বছর বয়সেই বার্সেলোনার অন্যতম প্রধান তারকা হয়ে উঠেছেন লামিনে ইয়ামাল। সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগে রোজা রেখে খেলেই গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি। এবার প্রথমবারের মতো স্পেন জাতীয় দলের জার্সি গায়ে রোজা রেখে মাঠে নামবেন এই তরুণ।

প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, লামিনে ইয়ামাল স্পেন জাতীয় দলের ইতিহাসে প্রথম ফুটবলার, যিনি রমজানে রোজা রেখে খেলবেন। পরিবারের ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ২১ ও ২৪ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে দুই ম্যাচ খেলবে স্পেন, যেখানে ইয়ামাল দলের গুরুত্বপূর্ণ সদস্য। রোজা রেখে কোনো স্প্যানিশ খেলোয়াড়ের ম্যাচ খেলার বিষয়টি দেশটির সংবাদমাধ্যম ‘মাইলফলক’ হিসেবে দেখছে।

স্পেনে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ২৫ লাখ। রমজানে মুসলিম ফুটবলারদের জন্য ক্লাব ফুটবলে ইফতারের সংক্ষিপ্ত বিরতি রাখা হয়, যদিও নেশন্স লিগের ম্যাচে তা থাকবে কি না, তা এখনও নিশ্চিত হয়নি। ২০২৪ সালেও রমজানে আন্তর্জাতিক ম্যাচ খেললেও সেবার রোজা রাখেননি ইয়ামাল। তবে এবারই প্রথম তিনি রোজা রেখেই মাঠে নামতে চলেছেন, যা স্প্যানিশ ফুটবলে বিরল ঘটনা।

সূত্র : https://www.facebook.com/share/1A4AbsMpx7/

আসিফ

×