
উইল ইয়াংকে ০ রানে বোল্ড করে তাসকিনের সেই উদযাপন
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পারফর্ম্যান্স ছিল হতাশাজনক। ভারত ও নিউজিল্যান্ডের কাছে টানা দুই হারে গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় নাজমুল হোসেন শান্তর দল। বৃষ্টিতে পরিত্যক্ত হয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। তবে আসরের সেরা দশ ডেলিভারির তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন তাসকিন আহমেদ।
আইসিসির অফিশিয়াল ইন্সটাগ্রামে দেওয়া ভিডিওর প্রথমেই দেখা যাচ্ছে আবরার আহমেদের ডেলিভারি। পাকিস্তানি লেগস্পিনার অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন ভারতীয় ওপেনার শুভমান গিলকে। এরপরই তাসকিন। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের উইল ইয়াংকে বোল্ড করার পর তাসকিনের গর্জন ছিল দেখার মতো।
৯ উইকটে ২৩৬ রান তুলে ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ। ৭ ওভারে ২ মেডেন, ২৮ রান দিয়ে ওই একটি উইকেটই নিয়েছিলেন তাসকিন। তার আগে দুবাইয়ে ভারতের বিপক্ষে ৩৬ রানে নেন ১ উইকেট।
আইসিসির সেরা ডেলিভারির তালিকায় তিনে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ফাইনালে কুলদীপ যাদবের বোলিং চারে। শাহিন শাহ আফ্রিদির বলে রোহিত শর্মার বোল্ড হওয়ার ভিডিও আছে আইসিসির এই পেজে। আবরারেরই আরও একটা সেরা বোলিং আছে আইসিসির ভিডিওতে।
নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে যেভাবে বোকা বানিয়ে নাসিম শাহ কট বিহাইন্ড করেছেন, সেটাও আইসিসির ভিডিওতে আছে। আইসিসির এই ভিডিওতে ভারতের রবীন্দ্র জাদেজা, দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডারের বোলিং আছে। পুরো ভিডিওতে একমাত্র নাসিমের উইকেটটাই ক্যাচ আউট। বাকিগুলো বোল্ড।
মিরাজ/আফরোজা