ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

বাংলাদেশের হয়ে ৮ নাম্বার জার্সিতে খেলতে চাই : হামজা চৌধুরী

প্রকাশিত: ২২:২০, ১৭ মার্চ ২০২৫

বাংলাদেশের হয়ে ৮ নাম্বার জার্সিতে খেলতে চাই : হামজা চৌধুরী

ছবি: সংগৃহীত

দেশে ফিরেই সংবাদ সম্মেলনে কথা বলেন বর্তমান সময়ে বাংলাদেশ বংশোদ্ভূত আলোচিত লেস্টার সিটি,শেফিল্ডের মিডফিল্ডার হামজা চৌধুরী।সাংবাকিদের করা প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশে এসে তার ভাল লাগছে এবং সেই সাথে বাংলাদেশের মানুষের আতিথেয়তা তার কাছে ভাল লেগেছে।জার্সি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি ৮ নম্বর জার্সি পরে খেলবেন বলে জানান।

পরিবার, আত্নীয়স্বজনদের প্রতি ভালবাসার অনুভূতি প্রকাশ করেছেন, সেই সাথে তিনি এবং তার স্ত্রীও দারুণ মুহুর্ত উপভোগ করছেন বলে গণমাধ্যমকে জানান। এতো মানুষের চাপ নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে তিনি জানান- ‘নো প্রেসার’ মানুষেরা তাকে ভালবেসে দেখতে আসছে তার ভাল লাগছে,তিনি মনে করেন এটি তার প্রতি মানুষের ভালবাসার প্রকাশ।প্রতিপক্ষ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ক্যাপ্টেন সুনীল ছেত্রীকে নিয়ে প্রশ্ন করায় হামজা জানান, তারা ইন্ডিয়ার প্রতি মনোযোগ না দিয়ে নিজেদের টিমের প্রতি মনোযোগী হচ্ছে।তিনি ইন্ডিয়ার সাথে ম্যাচ নিয়ে খুবই আত্মবিশ্বাসী এবং জিতবে ইনশাল্লাহ এমনটি বলেছেন।

বাংলাদেশের ফুটবলারদের সম্পর্কে কতটুকু জানেন এমন প্রশ্নে তিনি বলেন, তার কোচের সাথে বেশি পরিচয় এবং কথা হয়ছে।এছাড়া অন্যান্য কোন ফুটবলাদের সাথে তেমন সুযোগ হয় নি কথা বলার।তাদের সাথে দ্রুত পরিচয় হবে বলে তিনি জানান।বাংলাদেশ ফুটবল খেলোয়ারদের স্কিল কম্বিনেশনের সাথে তার স্কিল নিয়ে প্রশ্ন হলে তিনি বলেন খুবই ভাল হবে, গত সময়ে কোচ ভাল টেকনিক্যাল ইস্যু নিয়ে কাজ করছেন এবং তার পজিশন নিয়ে বলা হলে তিনি জানান,মিডফিল্ডার হিসেবেই তিনি খেলবেন।ফ্যানদেরকে শুভেচ্ছার পাশাপাশি বাংলাদেশকে এশিয়ান গেমস ২০২৫ ভাল করার ইচ্ছা প্রকাশ করেন।

ক্রিকেটার সাকিব আল হাসান কে নিয়ে প্রশ্ন করায় তিনি বলেন-সাকিব আল হাসান একজন মেগাস্টার’ তার সাথে কখনই তিনি নিজেকে তুলনা করবেন না। তিনি আরও বলেন যদি তার মতো আরও অনেকে ইচ্ছা প্রকাশ করে বাংলাদেশ ফুটবলে খেলতে তবে ,বিশ্বকাপে খেলার স্বপ্ন তিনি অবশ্যই দেখেন।এছাড়াও তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।ভবিষ্যতে তার সন্তানদের এদেশের হয়ে খেলার অভিব্যক্তি প্রকাশ করেছেন।

মেহেদ

×