
স্পিড স্টার নাহিদ রানা
নাহিদ রানা। দ্য নিউ সেনসেশন। বাংলাদেশের ক্রিকেটে নতুন তারকা। গতির ঝড় তুলে আন্তর্জাতিক ক্রিকেটে আলাদা জায়গা করে নেওয়া ২২ বছর বয়সী টাইগার পেসার প্রথমবারের মতো ডাক পেয়েছেন বিদেশী লিগে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাবর আজমের পেশোয়ার জালমিতে সুযোগ পেয়েছেন।
সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পিএসএলে খেলার জন্য এনওসি (অনাপত্তিপত্র) চেয়ে আবেদন করেছেন নাহিদ। "নাহিদ এনওসি চেয়ে আবেদন করেছে। রিশাদের চিঠি এখনো হাতে পাইনি। হয়তো রিশাদও দুই-একদিনের মধ্যে করতে পারে।" বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস।
কিন্তু প্রশ্ন খেলতে পারবেন তো? কারণ পিএসএল শুরু ১১ এপ্রিল, চলবে ১৮ মে পর্যন্ত। একই সময়ে দিপক্ষীয় সিরিজ খেলতে ১৫ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। দুই টেস্ট সিরিজের পর ৩মে দেশে ফিরে যাবে দলটি।
এদিকে আজই (সোমবার) অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, "আরও ধারালো হয়ে উঠতে ভবিষ্যতের ভালোর জন্যই নাহিদকে এই ধরনের টুর্নামেন্টে খেলতে দেওয়া উচিত।" কী হয়, সেটিই দেখার অপেক্ষা।
পিএসএলে অপর দুই বাংলাদেশি রিশাদ হোসেনকে লাহোর কালান্দার্স ও লিটন দাসকে দলে নিয়েছে করাচি কিংস। তারা এখনও এনওসির জন্য আবেদন করেননি। জিম্বাবুয়ে সিরিজ ছেড়ে লিটন পিএসএলে যাবেন কি না, সেটিও বড় প্রশ্ন। কারণ তাকে সামনে জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক করার কথা ভাবা হচ্ছে।
মিরাজ/আবীর