ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

বুড়ো হাড়ে ভেলকি! 

মাস্টার্স লিগে শচীন-যুবিদের বাজিমাত

স্পোর্টস রিপোর্টার 

প্রকাশিত: ১৯:২৬, ১৭ মার্চ ২০২৫

মাস্টার্স লিগে শচীন-যুবিদের বাজিমাত

গ্রেটদের মুখে সাফল্যের হাসি

 

বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিরা জড়ো হয়েছিলেন ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে। এক লহমায় যেন সময়কে পিছনে ফেলে দিয়েছিলেন শচীন-লারারা। ভারতের রায়পুরের স্টেডিয়ামে রবিবার রাতের ফাইনালে সাক্ষী ছিলেন ৪৭ হাজারের বেশি দর্শক। খালি হাতে ফেরেননি তাঁরা। ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শচীন টেন্ডুলকারের ভারত। 

ডোয়াইন স্মিথ (৩৫ বলে ৪৫) ও লেন্ডন সিমন্সের (৪১ বলে ৫৭) ব্যাটে ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৮ রান করে সাবেক ক্যারিবিয় তারকারা। গ্রেট লারা ৬ বলে ৬ রান করে আউট হন। পেসার বিনয় কুমার নিয়েছেন ৩ উইকেট। 

জবাবে জয়ের নায়ক আমবাতি রাইডুর (৫০ বলে ৭৪) ধুন্ধুমার ব্যাটিংয়ে ১৭.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।  ১৮ বলে ২ চার ও ১ ছক্কায় ২৫ রান আসে শচীনের ব্যাট থেকে। ১৩ রানে অপরাজিত থাকেন ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিং। ২ উইকেট শিকার করেছেন অ্যশলে নার্স।

মাস্টার্স লিগে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, দক্ষিন আফ্রিকা ও ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা অংশ নেন। আসরে সর্বোচ্চ ৩৬১ রান করেছেন অস্ট্রেলিয়ার শেণ ওয়াটসন। বাঁহাতি স্পিনে সর্বাধিক ১০ উইকেট তারই সতীর্থ জাভিয়ের ডোহার্টির। 

 

মিরাজ/সাজিদ

×